#সাপও_মরবে_লাঠিও_ভাঙ্গবে_নাঃ
♦️এক হিন্দু ভাই করুণসুরে আমাকে বলল,আমি হিন্দু জেনেও আমার মুসলিম কলিগরা আমাকে "আসসালামু আলাইকুম" দেয়।চাকরি বাচানোর জন্য এবং প্রফেশনে কোনো রকম ঝামেলা না হওয়ার জন্য বাধ্য হয়ে আমি "ওয়ালাইকুম আসসালাম" বলি।
❤️বুঝতে পারছি আপনার কলিগরা ধর্মান্ধ মুসলিম।এক কাজ করুন, তারা বলার আগে প্রথমে আপনি আপনার মুসলিম কলিগদের বলবেন , "আসসালামু আলাইকুম। "
♦️তাহলে কি হবে??
❤️আগে তাদের বলবেন তারপর আমাকে জানাবেন, আপনার মুসলিম কলিগরা এর উত্তরে কি বলেছেন?
♦️পরের দিন ভাইটি আমাকে বললেন, ভাই আপনার কথা মত আমি তাদের প্রথমেই বলেছি, 'আসসালামু আলাইকুম।কিন্তু কি আশ্চর্য!!! এর উত্তরে কেউ আমাকে "ওয়ালাইকুম আসসালাম" বলেনি।কেউ আদাব বলেছেন, কেউ বা হেসে উড়িয়ে দিয়েছেন।কিন্তু তারা কেন আমাকে "ওয়ালাইকুম আসসালাম" বলল না এটা বুঝতে পারছি না।
❤️শুধু আপনার মুসলিম কলিগরা নয়,যেসব মুসলিমরা আপনি হিন্দু জেনেও আপনাকে আসসালামু আলাইকুম দিবে সেসব মুসলমানদের আপনি প্রথমে "আসসালামু আলাইকুম " বললে কমপক্ষে ৯০% মুসলিম এর উত্তরে "ওয়ালাইকুম আসসালাম" বলবে না।
♦️কারণ কি???
❤️এর কারণ হচ্ছে, "ওয়ালাইকুম আসসালাম" শব্দের অর্থ হচ্ছে "আপনার ওপর শান্তি বর্ষিত হোক"।যেহেতু তারা উগ্রবাদী মুসলিম সেজন্য তারা চায় না কোনো অমুসলিমদের ওপর শান্তি বর্ষিত হোক।
♦️এবার বুঝেছি।
❤️যেসব হিন্দুরা এই ভাইয়ের মত বিব্রত হচ্ছেন তারা এই তত্ত্ব অনুসরণ করতে পারেন তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙ্গবে না।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................