মাইকে আজান দেওয়া ইসলামের অঙ্গ নয় : এই হুজুর কি কিছু ভুল বলেছে ?
ইসলাম তো সকল প্রকার গবেষণা এবং বৈজ্ঞানিক আবিষ্কার থেকে মুসলমানদেরকে দূরে থাকতে বলেছে। দেখুন নিচের এই হাদিস:
“তোমরা নিজেদেরকে নব উদ্ভাবিত বিষয়সমূহ থেকে দূরে রেখো; কেননা, প্রত্যেক নব উদ্ভাবিত বিষয়ই বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রান্তি বা ভুল পথ।”-(তিরমিযি হাদিস)
তাহলে মুসলমানরা বিজ্ঞানীদের আবিষ্কার করা নব সব উদ্ভাবিত জিনিসপত্র, যেমন- কাগজ, কলম, মাইক, ফ্রিজ, টেলিভিশন, মোবাইল, কম্পিউটার, বিমান, ফেসবুক, ইন্টারনেট, ঔষধপত্র, কসমেটিকস এবং আরো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি বৈজ্ঞানিক আবিষ্কারকে ব্যবহার করে কেনো ?
আর এসব ব্যবহার করার পরও কেউ যখন নিজেকে মুসলমান হিসেবে দাবী করে, তখন ইচ্ছে করে তার গালে নিজের জুতার সদ্ব্যবহারটা করি অথবা তার ----- থুতু দিয়ে তাকে গেলমান হিসেবে ব্যবহার করে তাকে বুঝিয়ে দিই যে মুসলমান কাকে বলে আর ইসলাম কী জিনিস ?
সুত্র-- এখানে
https://www.hadithbd.com/hadith/link/?id=32120
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................