আত্মঘাতী বাঙালী

#আত্মঘাতী_বাঙালী

আমরা বুদ্ধিমান বাঙালি জাতি এই দুজনকেই বাংলায় ঢুকতে দিলেও টিকতে দিই নি।
গতকাল আসামের মতো একটা ছোটো রাজ্য সাত সাতটি ক্যান্সার হাসপাতাল পেলো - ডিব্রুগড়, জোড়হাট, দাঁড়াং, বরপেটা, কোকড়াঝাড়, তেজপুর এবং লখিমপুর : এই সাতটি জায়গাতে গতকাল নতুন ক্যান্সার হাসপাতালের উদ্বোধন হলো।

এর সাথে আরও তিনটি ক্যান্সার হাসপাতাল তৈরীর পথে....

শুধু তাই নয়, গতকাল আরও সাতটি নতুন ক্যান্সার হাসপাতালের ভিত্তি স্থাপন করলেন এই দুই ব্যক্তি : ধুবড়ি, নলবাড়ি, গোয়ালপাড়া, নওগাঁও, তিনসুকিয়া, শিবসাগর, গোলাঘাট।

টাটা ট্রাস্ট এবং আসাম সরকারের যৌথ উদ্যোগ "আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন" কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় মোট ১৭টি কেবল মাত্র ক্যান্সার হাসপাতালের একটি নেটওয়ার্ক গড়ে তুলবে আসামে !!

আর আমরা !!
"বুদ্ধিমান", "সাংস্কৃতিক", "রুচিশীল" বাঙ্গালী ভিখিরির মতো কখনো চেন্নাই, কখনো মুম্বই দৌড়াবো আমাদের পরিবারের চিকিৎসা করতে -- ৩৪ + ১১ বছরের "শাসন" আমরাই নির্ধারিত করেছি -- ভুগবো তো আমরাই। 

এখন ভাতা না হয়, তোলাবাজিতে সংসার চলে: চেন্নাই/মুম্বইয়ের খরচ না জোগাড় করতে পারলে আসামেও যদি যাওয়া যায়  -- লুকিয়ে, লুকিয়ে  !!

 বাংলার যে সকল #লেসার_ইভিল এবং #নোভোট্টু গ্যাঙ এর সমর্থকরা বাঙ্গালকে আসাম হতে দেন নি - তাদের বান্টু আর চেরাপুঞ্জীতে প্রণাম।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted