ভারতে মুসলিম বিদ্বেষের উদযাপন আমায় যন্ত্রণা দেয়: পদ্মলক্ষ্মী
পদ্মলক্ষ্মীর মত একজন উদার লিবারাল সেলিব্রেটি কি আপনি বাংলাদেশে দেখাতে পারবেন যিনি সেই দেশে বাস করে বলবেন, ‘আমি বাংলাদেশকে কেবলমাত্র মুসলিম দেশ হতে দেখে লজ্জ্বিত’? কিংবা পাকিস্তানের কেউ বলবে, ‘পাকিস্তানকে কেবলমাত্র মুসলিম দেশ হতে দেখে আমি লজ্জ্বিত’? পদ্মলক্ষ্মী কিন্তু সেটা বলেছেন। তিনি ভারতকে মুসলিম বিদ্বেষী দেশ বলছেন। তিনি সরাসরি ভারতীয় জনগণকে দায়ী করছেন...।
পদ্মলক্ষ্মী বলেছেন, আমজনতার মধ্যে ক্রমশ এই ধারণাটা বেড়ে যাচ্ছে ‘মুসলিম মাত্রই খারাপ’! ভারত আপাদমস্তক একটা মুসলিম বিদ্বেষী দেশ...।
পদ্মলক্ষ্মীর অসাম্প্রদায়িক ভারতের প্রতি যে দাবী, সমর্থন তার প্রতি আমার সমর্থন দুইশোত ভাগ। কিন্তু পদ্মলক্ষ্মী কি এই জিনিসটি ভেবে দেখেছেন কেন ভারতের আমজনতার মাঝে মুসলিম মাত্রই খারাপ ধারণা গড়ে উঠছে? ইউরোপ আমেরিকা এশিয়া জুড়ে কেন মুসলিম বিরোধীতা বেড়ে গেছে? কেন ইউরোপের অনেক দেশে ইসলাম নিষিদ্ধ? কেন সারা পৃথিবীতে মসজিদগুলো বন্ধ করে দেয়া হচ্ছে? ভারতের আশেপাশে দুটি ‘মুসলিম দেশ’ দাঁড়িয়ে আছে। তারা স্বগৌরবে নিজেদের ‘মুসলিম দেশ’ বলে এবং মুসলিম রাষ্ট্রের ঐক্যের জন্য গড়ে উঠা ওআইসিতে যোগ দিয়েছে। জাতিসংঘ কি করে ‘মুসলিম রাষ্ট্রগুলো’ নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারে এরকম একটি সংস্থার অনুমোদন দেয় সেটা কি লক্ষ্মী ভেবে দেখেছেন? আজ যদি ভারত অন্যান্য দেশগুলিকে সঙ্গে নিয়ে ‘অমুসলিম রাষ্ট্র ফ্রন্ট’ গঠন করতে উদ্যোগ নেয় তাহলে লক্ষ্মী ঠিক কোন অবস্থান থেকে বিরোধীতা করবেন যদি তিনি ওআইসি’র মত সংগঠনকে সাম্প্রদায়িক সংগঠন মনে না করেন? যদি পাকিস্তান বাংলাদেশের মুসলিম রাষ্ট্র দাবীকে তিনি দোষের মনে না করেন তাহলে ‘হিন্দুরাষ্ট্র’ কিভাবে একা দোষী হবে?
যদি ভারতের চারপাশে মুসলিম রাষ্ট্র থাকে তাহলে ভারতের ভেতর থাকা মুসলিমদের কি সেই রাষ্ট্রগুলি স্বপ্ন দেখায় না? ‘গজওয়াতুল হিন্দের’ হেড কোয়ার্টার দেওবন্দ মাদ্রাসা উপমহাদেশ জুড়ে ‘গজওয়াতুল হিন্দের’ স্বপ্ন ফেরি করে বেড়ায়। আফগানিস্থানের মধ্যযুগীয় মুল্লাদের শাসন এই দেওবন্দ তড়িকাকে অনুসরণ করে। ভারত জুড়ে হিন্দুত্ববাদীদের আস্ফলন, তাদের মুসলিম বিরোধী বক্তব্যর পাশাপাশি আসাদউদ্দিন ওয়াসিসের পার্টির সাম্প্রদায়িক উশকানি, দেওবন্দ মুল্লাদের ওয়াজে ঘৃণা বিদ্বেষ কি ইনডেমিনিটি পেয়ে যাবে? কেন ভারতের সাধারণ হিন্দুদের কাছে মুসলিমরা খারাপ? যখনই মুসলমানরা সংখ্যায় বেশি তখনই তারা ‘মুসলিম দেশ’ ‘ইসলামী শাসন’ দাবী করে। যখন তারা সংখ্যালঘু তখনই তারা সেক্যুলার ধর্মনিরপেক্ষ। কেন তারা ভারত জুড়ে অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থানের দাবী নিয়ে নয়, হিজাব বোরখা তিন তালাক বহু বিবাহ আর শরীয়া আইনের দাবীতে শোরগোল তুলে? ভারতের মধ্যে আরেকটি পাকিস্তানের ইশারা দেখে যদি কেউ ভয় পায় তার জন্য কি ‘হিন্দুরা’ একা দায়ী? একহাতে কি তালি বাজে?
ভারত খেকে হিন্দুত্ববাদীরা বিদায় নিক। বিদায় নিক হিজাব বোরখার তিন তালাক বহু বিবাহ শিশু বিবাহ। বিদায় নিক জিহাদের হেড কোয়ার্টার দেওবন্দ। যোগীর মত বিদায় নিক আসাদউদ্দিন ওয়াসিস। পদ্মলক্ষ্মীদের এভাবেই বলতে হবে।
#সুষুপ্ত_পাঠক
29 April 2022
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................