বর্ষপঞ্জি কারও বাবাতে সম্পত্তি নয় যে, যখন তখন ইচ্ছাখুশি সেটিকে পরিবর্তন করা যায়।

পৃথিবীর ১৯৫টি দেশে ইংরেজি বর্ষপঞ্জি একটিই, ইংরেজি নববর্ষও একই দিনে উদযাপিত হয়। হিজরি বর্ষপঞ্জি একটিই, হিজরি নববর্ষও সব দেশে একই দিনে পালিত হয়। সমস্ত বর্ষপঞ্জির ক্ষেত্রে এটিই কাম্য বা শোভনীয়।

সম্ভবত একমাত্র বাংলা বর্ষপঞ্জিই ব্যতিক্রম। বাংলা বর্ষপঞ্জি দুইটি এবং নববর্ষ দুই দিন উদযাপিত হয়। একটা আদি বর্ষপঞ্জি, আদি পহেলা বৈশাখ। আরেকটা এরশাদ সাহেবের নিউ বর্ষপঞ্জি, নিউ পহেলা বৈশাখ।

বর্ষপঞ্জি কারও বাবাতে সম্পত্তি নয় যে, যখন তখন ইচ্ছাখুশি সেটিকে পরিবর্তন করা যায়। যদি পরিবর্তন করতেই হয় তবে সব দেশের সাথে একমত হয়ে করা যেতো। শুধু বাংলাদেশেই বাঙালি বসবাস করে না। পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে কিছু না কিছু বাঙালির বসবাস রয়েছে। বাংলাদেশ বাঙালি সংখ্যাগরিষ্ঠের দেশ হয়ে তাঁদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। মহামতি এরশাদ সাহেব বাংলা বর্ষপঞ্জির যে ক্ষতিটা করলেন তার জন্য তাঁকে আজীবন ধিক্কার জানাবো। যত ভালোই হোক না কেন, যত উপকারই হোক না কেন; এভাবে বাংলা বর্ষপঞ্জি দুই ভাগে বিভক্ত করার অধিকার তাঁকে কে দিয়েছে?

আমি যদি আসামের এক বন্ধুকে ১৫ই বৈশাখ সকালে কোনো নির্দিষ্ট কাজের কথা বলি। তবে প্রথমেই প্রশ্ন করবে বাংলা কোন বর্ষপঞ্জির ১৫ই বৈশাখ? অথবা ইংরেজি তারিখ বলুন, নইলে সন্দেহ থেকেই যাবে।  আমরা আসলে বাংলা বর্ষপঞ্জির তারিখ ব্যবহার করতে অক্ষম। বাংলা বর্ষপঞ্জিকে এভাবে অথর্ব ও অগ্রহণযোগ্য করে রাখা অনুচিত। এই বিভেদ কোনোভাবেই কাম্য নয়। 

গতকাল ১৪ এপ্রিল বাংলাদেশে এরশাদের নববর্ষ ছিল। ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের হিন্দুদের চৈত্র সংক্রান্তি ছিল। আজ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। বাংলাদেশের হিন্দুরা আজ নববর্ষ উদযাপন করছে। বাংলাদেশের হিন্দুরা আদি বর্ষপঞ্জিই ব্যবহার করে। কারণ তিথি নক্ষত্র মেনে হিন্দুদের বিভিন্ন পর্ব-অনুষ্ঠানাদি পালিত হয়ে থাকে। 

সে যাই হোক, আমাদের নতুন করে ভাবা উচিত। বাংলা সনের জন্য একটি, মাত্র একটিই বর্ষপঞ্জি থাকা উচিত। বাংলাদেশ সরকার এখানে নেতৃত্ব দিয়ে সব দেশের বাঙালি বোদ্ধাদের সাথে কথা বলে, একমত হয়ে একটি বর্ষপঞ্জিতে ফেরত যাওয়ার উদ্যোগ গ্রহণ করা উচিত।

নির্বোধকে ক্ষমতা দিলে সে ভুল করবে আর সারাজীবন সে ভুল বয়ে বেড়াতে হবে মানুষকে, জাতিকে, দেশকে। এক ব্যক্তির ভুলের কারণে ক্ষতিগ্রস্থ হতে হবে সকল মানুষকে। বাংলা বর্ষপঞ্জিকে ব্রান্ড তৈরি করার স্বার্থেই একটি বর্ষপঞ্জি করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীসহ সকল বোদ্ধাদের কাছে এই আহ্বান করি, বাংলা বর্ষপঞ্জি যেন একটিই হয়, নববর্ষ যেন একই দিনে আসে; সেই পদক্ষেপ নিন।

সবাইকে আদি ও আসল বাংলা নববর্ষের শুভেচ্ছা।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted