জামা ষষ্ঠী 'অরণ্যষষ্ঠী' নামেও পরিচিত কোন??

আজ জামাই ষষ্ঠী ছিল। এই জামাই ষষ্ঠী 'অরণ্যষষ্ঠী' নামেও পরিচিত। মহিলারা সন্তানের মঙ্গল কামনায় অরণ্যে অথবা অশ্বত্থ, বট গাছকে দেবী ষষ্ঠী কল্পনা করে পুজো করে। সারাবছর সেই গাছ যত্নে আগলে রাখে, সংসার অরণ্যের সমস্ত জীবের প্রতিই সম্মান জানানো, তাঁদের নিয়ে চলা, ভারতবর্ষের বহু প্রাচীন পরিবেশ ভাবনা।

মধুমাসের বিভিন্ন প্রকার ফল, পাতা এবং বৃক্ষের ডাল সহযোগে বিভিন্ন উপাচারে এলাকার সবচেয়ে বয়স্ক বৃক্ষের তলায় এই পূজার আয়োজন হয়। পূজা শেষে সমস্ত প্রসাদ সকলের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এলাকার কাউকে আগে থেকে নিমন্ত্রণ করা লাগে না, সকলেই নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে হাজির হয়। সকলেই সাথে করে পূজার উপকরণ এবং প্রসাদ হিসেবে বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে আসে। পূজা শেষে সেই প্রসাদ সকলেই সকলকে বিলিয়ে দেয়। এমন আয়োজন পৃথিবীর অন্য কোথাও আছে কি-না আমার জানা নেই।

অরণ্যষষ্ঠী উপলক্ষ্যে প্রতি বাড়িতেই জামাই-মেয়ের আগমন ঘটে। শুধু জামাই-মেয়ের জন্য আলাদা একটা দিবস আছে আমাদের বঙ্গ সংস্কৃতিতে। এটা সত্যিই অসাধারণ! আমার সংস্কৃতি আমার অহংকার।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted