বাংলাদেশের হিন্দু জমিদারদের সর্বত্র অত্যাচারী স্বার্থান্বেষী হিসাবে দেখানো হয় । এটা যে ইসলামী ঐতিহাসিকরাই শুধু করেন না নয় ; অমর্ত্য সেনের মত বুদ্ধিজীবীও বলেছেন, 'হিন্দুরা বাংলাদেশ ত্যাগ করার সাথে সাথে তাদের সম্পত্তি গরিব মুসলমানরা দখল করায় বাংলাদেশে ভাল ভূমি সংস্কার হয়েছে । হিন্দুরা জমি দখল করে রাখত । মুসলমানদের বঞ্চিত করত, অত্যাচার করত- এটাই মোটামুটি প্রতিপাদ্য ।' অথচ প্রকৃতপক্ষে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রায় পুরোটাই হিন্দু রাজা-জমিদারদের দানের উপর দাঁড়িয়ে আছে । বাংলাদেশের মানুষের কৃতজ্ঞ থাকা উচিৎ, বাংলাদেশে কোন কালে হিন্দু রাজা ছিলেন ; কোন কালে হিন্দু জমিদারও ছিলেন । ইতিহাসে তাদের অত্যাচার নানা রঙে রাঙানো চিত্র পড়তে পড়তে তাদের দান করা প্রতিষ্ঠান দেখে বিবেকের তাড়না হওয়া উচিৎ । ইতিহাস কি বিকৃত হয়েছে ? কারণ, পৃথিবীতে সবচেয়ে বেশী বিকৃত যা হয়েছে তার নাম 'ইতিহাস' ! ইতিহাস তো মানুষেই লিখেছে, ভিনগ্রহের এলিয়েন লিখে যায় নি ।
এখানে বাংলাদেশের অল্প কিছু বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের নাম উল্লেখ করেছি । কারণ, ৬৪টি জেলার সব বিদ্যালয়-মহাবিদ্যালয়ের নাম জানা কঠিন । বাংলাদেশের প্রতিটি জেলায়, উপজেলায় ; এমনকি প্রত্যন্ত গ্রামেও ৩০০ বছরের পুরাতন বিদ্যালয় আছে । যা হিন্দু রাজা এবং হিন্দু জমিদারের দানে প্রতিষ্ঠিত ।
মহাবিদ্যালয় :
০১. জগন্নাথ কলেজ- বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
০২. এস.ও.এস. হারম্যান মেইনার কলেজ
০৩. নটর ডেম কলেজ
০৪. ভারতেশ্বরী হোমস
০৫. হলিক্রস কলেজ
০৬. কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
০৭. গুণবতী ডিগ্রী কলেজ
০৮. নড়াইল ভিক্টোরিয়া কলেজ
০৯. সরকারি কেশব চন্দ্র কলেজ
১০. অমৃত লাল দে মহাবিদ্যালয়
১১. ব্রজমোহন কলেজ
১২. মদনমোহন কলেজ
১৩. মুরারিচাঁদ কলেজ
১৪. কারমাইকেল কলেজ
১৫. আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ
১৬. নটর ডেম কলেজ, ময়মনসিংহ
১৭.মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ
১৮. বি.এল. কলেজ
১৯. পি.সি. কলেজ
২০. সুরেন্দ্র নাথ মহাবিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয় :
০১. বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়
০২. দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয়
০৩. মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ
০৪. গৌরীপুর আর.কে. সরকারি উচ্চ বিদ্যালয়
০৫. নেত্রকোনা দত্ত হাই স্কুল
০৬. কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়
০৭. হরিশদত্তের ন্যাশনাল স্কুল
০৮. আমিলাইষ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইন্সটিটিউট
০৯. আন্নদা গভর্নমেন্ট হাই স্কুল সরাইল
১০. আন্নদা গভর্নমেন্ট হাই স্কুল ব্রাক্ষণবাড়ীয়া
১১. রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়
১২. কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়
১৩. অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়
১৪. ব্রাদার আন্দ্রে হাই স্কুল
১৫. সেন্ট প্লাসিড্স হাই স্কুল
১৬. আনান্দানিকেতান স্কুল
১৭. সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়
১৮. ব্রজনাথ উচ্চ বিদ্যালয় পাইল গাও
১৯. পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়
২০. ব্রজনাথ উচ্চ বিদ্যালয় পাইল গাও
২১. ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়
২২. মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়
২৩. রাজা জি.সি. হাই স্কুল
২৪. ললিতা উচ্চ বিদ্যালয়
২৫. কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়
২৬. রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়
২৭. রাজশাহী বি. বি. হিন্দু একাডেমি
২৮. পি.এন. বালিকা উচ্চ বিদ্যালয়
২৯. উলিপুর মহারাণী স্বর্ণময়ী উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়
৩০. জায়গুলি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
৩১. হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়
৩২. ডিমলা রানী বিন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়
৩৩. মহেশ চন্দ্র পাইলট হাই স্কুল
৩৫. ব্রজমোহন বিদ্যালয়
৩৬. জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়
৩৭. মথুরানাথ পাবলিক স্কুল
৩৮. বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়
৩৯. বীণাপাণি মাধ্যমিক
৪০. বাণীশান্তা মাধ্যমিক বিদ্যালয়
✍️ Supriya Banerjee
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................