ভারতীয় মুসলমানরা যদি ভারতে ভালো না থাকে তাহলে তাদের মঙ্গল গ্রহে চলে যাওয়া উচিত! এমন কথা কেন বলেন???

ভারতীয় মুসলমানরা যদি ভারতে ভালো না থাকে তাহলে তাদের মঙ্গল গ্রহে চলে যাওয়া উচিত!

ইসলামের জন্মভূমিতে জন্ম নেয়া মুসলমান নারীদের সম্পর্কে একজন সৌদি ব্লগার মন্তব্য করেছিলেন, একজন সৌদি নারীকে আল্লা দ্বিতীয়বার জাহান্নামে ফেলবে না কারণ সে এটা সৌদি আরবে কাটিয়ে এসেছে।

একজন ইরানী নারী কোনদিনই চাইবে না যদি আবার তার জন্ম হয় তাহলে ইরানেই যেন হয়!

একজন ভারতীয় মুসলমান মেয়ে ভারতে হিজাব পরতেও পারে আবার দেশীয় না হয় ওয়েস্টান পোশাকও পরতে পারে। সে চাকরি করতে পারে। সে লেখাপড়া শিখতে পারে। এমনকি মুসলমান হওয়ার কারণে সে প্রধামমন্ত্রী প্রেসেডিন্ট হতে পারবে না তাও নয়। তার ফিল্মস্টার হতেও বাধা নেই। বলিউড রাজত্ব করেছে তিন খান প্রায় তিন দশক ধরে। এরকম কখনোই সম্ভব হবে না পাকিস্তান কিংবা বাংলাদেশে। মিশর কিংবা তুরস্ক... কোথাও না। পাকিস্তান আফগানিস্থানে কোন অমুসলিম ক্রিকেটার চান্স পেতে পারে কিন্তু তাকে ক্যাপ্টেন করাটা চাট্টিখানি কথা নয়। এরকম কোন নজির সেখানে নেই। বাংলাদেশেও নেই। লিটন কি ক্যাপ্টেন হতে পারবে?

ভারত স্বাধীন হওয়ার পর চারজন মুসলিম প্রেসিডেন্টের অধিনে থেকেছে। ভারতে সাম্প্রদায়িক সমস্যা আছে। আছে দলিতদের প্রতি বর্ণ হিন্দুদের নিপীড়ন। তবু ভারতে এমন একটি দেশ যেখানে সব জাতি সম্প্রদায়কে বুকে আগলে রাখে। আরব মুসলমানদের হাতে উচ্ছেদ হয়ে যে ইহুদীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলো তাদের একটি স্রোত ভারতের মুম্বাইতে এসে ভীড়েছিলো। আজ তারা ভারতের নাগরিক বংশ পরম্পরায়। উপমহাদেশে কাদিয়ানী মুসলমানরা পাকিস্তানে অবৈধ আর বাংলাদেশে নিজেদের ভয়ে লুকিয়ে রাখে কিন্তু ভারতে তারা বুক ফুলিয়ে চলতে পারে একজন নাগরিক হিসেবে। পাকিস্তান আফগানিস্থানে শিয়াদের উপর কখন বোমা পড়বে তারা জানে না কিন্তু ভারতে তারা নিরাপদ। ভারত এমন একটি দেশ যেখানে আসাদউদ্দিন ওয়াসিসের মত মুসলিম মৌলবাদী দল বানিয়ে রাজনীতি করে পার্লামেন্টে গিয়ে হিন্দুদের দেখে নেওয়া হুমকি দিতে পারে। এটা মিশর, তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তানে এমন কোন হিন্দু শিখ বৌদ্ধ নেতা খুঁজে পাওয়া যাবে না। ভারত এমন দেশ যেখানে মুসলিম মুল্লা তৈরি হওয়ার হেড অফিস দেওবন্দ মাদ্রাসা আছে। এটা কি কল্পনা করা যায় ৫৭টা মুসলিম দেশের কোথাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের হেড অফিস হবে? ভ্যাটিকান কি সম্ভব ছিলো ৫৭টা মুসলিম দেশের কোথাও হওয়া?

...ভারত এমন একটি দেশ যেখানে এমন লোকও আছে নিজে ভারতীয় ও হিন্দু হওয়ার পরও আমার এই লেখা পড়ে আমাকে হেঁদুদের দালাল, হিন্দুত্ববাদী বলে কষে কয়েকটি গালি দিবে যাবে!

-সুষুপ্ত পাঠক

21 July 2022

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted