-"দুর্গা পুজায় হামলা মোকাবিলা করতে পুলিশ প্রস্তুত আছে!" -এই শিরোনাম দেখে আমার হাসি পেয়ে গেছে!
-মুসলমানদের মসজিদেও হামলা হয়! জঙ্গিবাদ একটা বৈশ্বিক সমস্যা।
-মসজিদে হামলাকারীরা হয় সুন্নি না হয় শিয়া! আফগানিস্তান পাকিস্তানে হামলাকারীরা সবাই সুন্নি মুসলমান। বাংলাদেশের ঈদের নামাজে হামলাকারীরা সবাই জেএমবির সদস্য ছিলো। জেএমবি কোন ধর্মের মানুষ করে? বৈশ্বক সমস্যা তো বটেই তবে "দুর্বৃত্ত" সবখানেই একই চেহারা!
-আরে ভাই জঙ্গিরা হামলা করতে পারে কিন্তু সরকার তো পাশে আছে নাকি? ইন্ডিয়ার মুদি সরকার তো বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িঘর ভাঙ্গতাছে! এখানে তো আমার নিরাপত্তা দেই!
- তা বেশ। পুলিশ বলছে জঙ্গি হামলার ঝুঁকি আছে। তা থাকতেই পারে। কিন্তু গতবারের হামলার আসামীদের সকলেই জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়ায় কিভাবে? রামু হামলার দশ বছরেও বিচার করা গেলো না। ইসলামের নবীর অবমাননা মামলায় বছরের পর বছর জামিন পায় না কেউ। মন্দিরে হামলাগুলিকে ধর্ম অবমাননা মামলা হয় না। জানি আবারও বলবেন জঙ্গি হামলার আশংকা সারাবিশ্বেই আছে। তাও মেনে নিলাম। খালি এইটুকু বুঝান সরকার অপরাধীদের বিচার করল না কেন? রসরাজের জামিন পেতে জান বেরিয়ে গেছে। কিন্তু দুর্গা পুজা হামলাকারীরা আদালতে আত্মসমর্পণ করার সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেছে। এই যে রাষ্ট্র এমন আচরণ করল তাদের সঙ্গে জঙ্গি হামলাকারীদের তফাৎ কতটুকু?
-এইবার বুঝছি তুই জামাত শিবিরের এজেন্ট!
Written by : সুষুপ্ত পাঠক
#copyrightfree
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................