ধর্ম যখন ইন্দুর মারা কল

পৃথিবীর ৪,২০০ ধর্মের মধ্যে 'ইসলাম' ই একমাত্র ধর্ম! যেখানে ঢুকবার অনুমতি আছে! কিন্তু বেরুনোর বিধান নাই! তাই কেউ যদি বেরুতে চায়, তাকে অবশ্যই লাশ হতে হবে! এরকারণ ইসলামে মুরতাদের শাস্তি হলো 'মৃত্যুদণ্ড'! অনেকটা 'মাফিয়া' জগতের এক্সট্রিম আইডিওলজির মতো, এই ধর্ম!

নবীজির মৃত্যুর পরে প্রায় ৪০ হাজার মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করেছিল! তখন খলিফা আবু বকর কঠোর হস্তে এবং পৈশাচিকভাবে সবাইকে হত্যা করে ইসলামকে 'বিলুপ্তি'র হাত থেকে রক্ষা করেন! আবু বকরের পক্ষে এই কাজটি করা সম্ভব হয়েছিল, ইসলামের সবচেয়ে বর্বর যুদ্ধা ও সেনাপতি খালিদ বিন ওয়ালিদের কারণেই!

খালিদ বিন ওয়ালিদ 'ধর্মত্যাগী'দের হত্যা করে তাদের মুন্ডু কেটে নিয়ে! সেই মুণ্ডুর খুলিকে রান্নার পাত্র বানিয়ে আগুন জ্বালিয়ে রান্না করতেন! এরূপ নৃশংস বর্বরতার ঘটনাও তিনি ঘটিয়েছেন! এমনকি 'মুরতাদ'কে জীবন্ত পুড়িয়ে মারার মতো ভয়ঙ্করী ত্রাসের পরিস্থিতিতিও তৈরী করে আবুবকর ও খালিদ ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন!

এতে পানির মতো পরিষ্কার হয়ে যায়! 'ইসলাম' কোনো যুক্তিতেই 'স্রষ্টা প্রেরিত' কুনু ধর্মীয় 'বিশ্বাস' হতে পারেনা! এটি ছিল একটি আরবীয় রাজনৈতিক 'ফ্যাসিজমের' নাম! যা পরবর্তীতে মুসলিম 'ফ্যাসিস্ট' শাসকদের দ্বারাই, পৃথিবীময় ছড়িয়েছে, 'ইসলাম ধর্ম' পরিচয়ে!!..

Rezaul Manik

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted