জিজিয়া কর জিনিসটা কিন্তু ততখানি খারাপ নয়।

‘জিজিয়া কর’ জিনিসটা কিন্তু ততখানি খারাপ নয়। বরং এটা অমুসলিমদের বেচেঁ থাকার উপায়। যদি ইসলামে জিজিয়া কর না থাকত তাহলে সপ্তম শতাব্দীতে অমুসলিমদের হত্যা করে পৃথিবী খালি করে ফেলত মুসলমানরা। ভারতের হিন্দু কমিউনিস্ট ঐতিহাসিকরা গর্ভ ভরে যে দাবী করেন মুসলিম শাসনে যদি জোর করে ধর্মান্তর করা হতো তাহলে ভারতে এত হিন্দু থাকত না। এটা মুসলিম শাসনের সৌন্দর্য বুঝাতে তারা বললেও প্রকৃত কারণ ছিলো সবাইকে মুসলমান বানিয়ে ফেললে জিজিয়া কর কে দিবে? কিংবা সবাইকে মেরে ফেললে জিজিয়া কর কে দিবে? মুহাম্মদ বিন কাশিম সিন্ধু দখল করার পর শরীয়তের বিধান মতে মুশরিক হিন্দুদের হত্যা করার বিধান সামনে চলে আসে। কিন্তু সবাইকে হত্যা করলে কাসিমকে জিজিয়া কর কে দিবে? তাই শরীয়ত তন্ন তন্ন করে দেখা হলো পৌত্তলিকদের জিজিয়া কর দেয়ার কোন রেফারেন্স আছে কিনা। দেখা গেলো মদিনায় একটা পৌত্তলিক গোত্রকে নবী জিজিয়া করের বিনিময়ে থাকতে দিয়েছিলেন। ব্যস, সিন্ধুর হিন্দুরা বেঁচে থাকার সুযোগ পেয়ে গেলো!


ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম আর আল্লাহ হচ্ছে একমাত্র ঈশ্বর বাকীরা সবি ভুয়া। এ রকম অবস্থায় আল্লা জিজিয়া কর নিয়ে বাকীদের ভুল পথে থাকার অনুমতি দেন কি করে? জিজিয়া কর তো আল্লা খান না! তাহলে এই কর নিয়ে ইসলাম ছাড়া অন্য “অসত্য ধর্ম’ পালনের ইসলামের সুযোগ তো আল্লাই অন্য ঈশ্বরদের মেনে নিচ্ছেন! আসলে জিজিয়া কর না নিলে মুসলমানরা খাবে কি? হযরত আয়েশা বলেছেন, খয়বরের ইহুদীদের অবরোধ করে জিজিয়া কর নেওয়ার আগ পর্যন্ত মুসলমানরা পেট ভরে খেতে পেতো না!...

ওহি নামের ছন্দবদ্ধ কতগুলি বুলি যে কোন মানুষের নিজেদের স্বার্থ আদায়ের প্রচেষ্টা এটি নির্মোহভাবে চিন্তা না করলে কোন ধার্মিক কোনদিনই তা ধরতে পারবে না।

Written by : সুষুপ্ত পাঠক

#copyrightfree

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted