দাঁড়িয়ে প্রস্রাব, মুহম্মদ এবং মুসলমান।

দাঁড়িয়ে প্রস্রাব, মুহম্মদ এবং মুসলমান :

মুসলমানরা- দাঁড়িয়ে প্রস্রাব করাকে ভয়াবহরকম খারাপ ব্যাপার বলে বিবেচনা করে, এজন্য টাইট প্যান্ট পরা থাকলেও যত কষ্টই হোক, দৃষ্টিকটুভাবে ওরা বসে প্রস্রাব করে, যেন দাঁড়িয়ে প্রস্রাব করলে বেহেশতের ৭২ হুর ফসকে যাবে।

যদি কেউ ঢিলা পোষাক পরে থাকে, তাহলে বসে প্রস্রাব করাই বেস্ট; কারণ, এতে প্রস্রাব ভালোভাবে নির্গত হয়, কিন্তু আধুনিক যুগের টাইট ফিটিং প্যান্টগুলো বসে প্রস্রাব করার জন্য উপযুক্ত নয়, এগুলো প'রে বসে প্রস্রাব করলে ভালোভাবে প্রস্রাবই হবে না, উল্টো ঐ সময় অসুবিধাজনকভাবে বসে থাকায় শারীরিক কষ্ট হবে। সেজন্য আধুনিক টয়লেট ব্যবস্থায় উঁচু ইউরিন কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে লোকজন আরাম করে নিম্নচাপকে ত্যাগ করতে পারে।



ইসলাম নির্দেশিত মুসলমান পুরুষদের যে পোষাক- ঢিলা পাজামা এবং জোব্বা, যদি এটা তারা সব সময় পরিধান করে, তাহলে যেকোনো অবস্থাতেই বসে আরামদায়কভাবে প্রস্রাব করা সম্ভব, কিন্তু তারা এগুলো পরবে না, পরবে খ্রিষ্টানদের পোষাক শার্ট-প্যান্ট, আর খ্রিষ্টানী পোষাক শার্ট প্যান্ট পরে তারা বসে প্রস্রাব করার চেষ্টা করবে, তার মানে পোষাক পরিচ্ছদে এরা খ্রিষ্টান, কিন্তু মনে মনে মুসলমান! অ-ইসলামি পোষাক পরে এরা ইসলাম পালন করতে চায়, এদের মতো ভণ্ড কি কেউ আর আছে ?

যা হোক, প্যান্ট যে মুসলমানদের পোষাক নয়, এটা মুসলমানরা জানেই না। তাই প্যান্ট পরেও বসে প্রস্রাব করার এই দৃষ্টিকটু হাস্যকর প্রচেষ্টা; কিন্তু মুসলমানরা এসবের ধার ধারে না, তাদরে মাথায় ঢোকানো হয়েছে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না, দাঁড়িয়ে প্রস্রাব করা ইসলাম বিরোধী, আরও বলা হয় দাঁড়িয়ে প্রস্রাব করলে নাকি সেই প্রস্রাব গিয়ে পড়ে বাপ মায়ের মুখে। দাঁড়িয়ে প্রস্রাব করা ইসলাম বিরোধী, এটা জানিস, কিন্তু প্যান্ট পরা ইসলামে বৈধ নয়, এটা জানিস না ? যা হোক, উপরের এই দ্বিবিধ কারণে মুসলমানরা দাঁড়িয়ে প্রস্রাব করে না, আর কেউ করলেও তার সমালোচনা করে, কিন্তু মুসলমানরা জানেই না যে তাদের নবী নিজেই দাঁড়িয়ে প্রস্রাব করতো, এই সূত্রে দাঁড়িয়ে প্রস্রাব করা নবীর সুন্নত, বিশ্বাস না হলে ফটোপোস্টের হাদিসটি পড়ে নিন।

জয় সনাতন।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted