ফেইসবুকে কবীর সুমনকে নিয়ে গদগদ হয়ে লিখতে গিয়ে লিখল ‘পশ্চিমবাংলা হচ্ছে ভারতের উপনিবেশ’!

কিছুদিন আগে বাংলাদেশের গায়ক আসিফ আকবর ফেইসবুকে কবীর সুমনকে নিয়ে গদগদ হয়ে লিখতে গিয়ে লিখল ‘পশ্চিমবাংলা হচ্ছে ভারতের উপনিবেশ’! 

এটা প্রায় সব বাংলাদেশীরা মনে করেন। আহমদ ছফাও তাই মনে করতেন। যদিও তিনি সেই ‘ভারতীয় উপনিবেশের’ নাগরিত্ব নেয়ার কথা চিন্তা করেছিলেন ৭১ সালে পশ্চিম পাকিস্তানের দৌড়ানি খেয়ে কোলকাতায় আশ্রয় নিয়ে! বাংলাদেশ স্বাধীন আর পশ্চিমবঙ্গ পরাধীন এটাই বুঝানো হয়। বাংলাদেশের ভাষা বাংলা। আর ভারতে হিন্দির দাপট। বাঙালিরা ভারতে একটি রাজ্যের অধিবাসী আর বাংলাদেশে বাঙালি মুসলমানদের আস্ত একটা দেশ। আহমদ ছফা এক ইন্টারভিউতে বলেছিলেন পশ্চিমবঙ্গের উচিত ভারত থেকে বেরিয়ে আসার জন্য যুদ্ধ করা...। এটাই যদি হয় সমাধান তাহলে বাংলাদেশে বাংলা ভাষা যে রাষ্ট্রভাষা হলো সেটি কেন এইদেশে বসবাস করা অন্যান্য জাতিরা মেনে নিবে? তাদেরকে তো বাংলাদেশ ‘জাতি’ হিসেবেই মান্য করে না! তাহলে চাকমাদের নিজেদের একটা দেশ দরকার? পুরো পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিরা মিলে একটি জাতিরাষ্ট্র গঠনের চেষ্টা করা উচিত? আপনি সেই স্বাধীনতাকে মেনে নিবেন তো? আমেরিকা ইউরোপে বাস করা বাংলাদেশের কিছু ‘ফেইসবুক বুদ্ধিজীবী’ এমন ভাব করে যেন বাংলাদেশের ‘জাতিরাষ্ট্র’ মহান! তাহলে তাদেরকে ঐ সাদা চামড়ার মানুষগুলি নাগরিত্ব দিয়ে অন্যায় করেছে? আপনি এখানে বাঙালিদের নিজস্ব দেশ বানাবেন আর ওরা বহুজাতিক দেশ বানিয়ে আপনাদের অভিবাসী হওয়ার সুযোগ দিবে! এটা আহমদ শফিদের মত, ভারত সেক্যুলার থাকবে কিন্তু বাংলাদেশে ইসলামী সরকার গঠন করতে হবে! এইসব জাতীয়তাবাদীরাও কট্টর মৌলবাদী।


 বাংলাদেশ মানেই তাদের কাছে বাঙালি- তাও মুসলমান বাঙালি, এতগুলি জাতিগোষ্ঠির মাতৃভাষাকে অবদমিত করে রেখে এদের পশ্চিমবঙ্গকে ভারতের উপনিবেশ বলতে লজ্জ্বা করে না! ভারতে বাঙালিরা সরকার প্রধান হতে পারে কিন্তু বাংলাদেশে কোনদিন পাহাড়ী আদিবাসী (সরকারী যাদের ‘উপজাতি নাম দিয়েছে) কোনদিন সরকার প্রধান হতে পারবে না। তারা তো দূরের কথা বাঙালি কিন্তু ধর্মে হিন্দু হলেই তো সে অযোগ্য সরকার প্রধান হতে! কারণ এটা ৯০ ভাগ মুসলমানদের দেশ! এরকম একটি বাঙালি মুসলমান উপনিবেশ যে দেশে চলছে তারা বহুজাতি রাজ্য মিলে গঠিত দেশকে উপহাস করে কি করে?

Written by : সুষুপ্ত পাঠক

#copyrightfree

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted