‘সহি মুসলমানের’ খোঁজে আসুন একটু ঘুরে আসি...
হযরত মুহাম্মদ আর খাদিজার কোন ইসলামী মতে বিয়ে হয়নি এবং নবী কন্যা ফাতিমা ও খাদিজার ঘরে জন্ম নেয়া আরো দুই কন্যার জন্মের পর কানে কানে কেউ আজান দেয়নি কারণ তখন ইসলামের জন্ম হয়নি আজানও ছিলো না।
ইসলাম ধর্ম গ্রহণের পর কোন সাহাবীর নামই পরিবর্তন করে ‘ইসলামী নাম’ রাখা হয়নি।
কুরাইশ নেতাদের যেমন দাড়ি ছিলো, মুহাম্মদ বাহিনীরও দাড়ি ছিলো। মদিনার ইহুদী খ্রিস্টানদেরও দাড়ি ছিলো। কাজেই ‘মুসলমানের পোলা মুখে দাড়ি কই’ এটা বাঙ্গু মুসলমানদের বানানো।
হযরত মুহাম্মদ ‘খতম তারাবী’ নামের পুরো কুরআন তারাবীর নামাজে শেষ করার কোন তরিকা অনুসরণ করেননি কারণ তথনো কুরআন ছড়িয়ে ছিটিয়ে ছিলো সংকলন হয়নি।
তারাবী নামাজ ও জুম্মা নামাজের কথা কুরআনের কোথাও নেই।
এখনকার হাফেজদের মত কোন সাহাবীই পুরো কুরআন মুখস্ত করেনি কারণ কুরআন বিভিন্ন আয়াতে ছড়িয়ে ছিটিয়ে ছিলো যা বিচ্ছিন্নভাবে মুখস্ত করা হতো।
‘মাদ্রাসা’ বলতে কোন কিছু মুহাম্মদ ও তার সাহাবীরা চিনত না।
‘হুজুর পোশাক’ মূলত ইয়েমেনি জোব্বা পোশাক। আরবের মরুভূমির তপ্ত গরম থেকে বাঁচতে সেখানকার মানুষ সেই উপযোগী পোশাক পরত। বাংলাদেশের আবহাওয়ায় সেই পোশাক পরে এসি মসজিদে নামাজ পরিয়ে তার নাম দেয়া হয়েছে ‘ইসলামী পোশাক’।
মুহাম্মদ জীবনেও ভাত খায়নি।
কমোডে বসেনি।
কনডম ব্যবহার করেনি।
বিবিদের কেউও ব্রা প্যান্টি পরেনি...
...অতএব ‘সহি মুসলমান’ আপনি নাকি নবী সাহাবীরা তার বিচার করুন!
#Prophet #Islamic #Name #Beard #Perfect #Muslim #Quran #Quraysh #Jewish #Christians
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................