শুনলাম সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সেন্সরবোর্ড মুক্তি দিয়েছে।

শুনলাম সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সেন্সরবোর্ড মুক্তি দিয়েছে। এদিকে একই ঘটনা নিয়ে অর্থাত হলি আর্টিজেন বেকারীতে জঙ্গি হামলা নিয়ে ভারতেও ‘ফারাজ’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। এ ধরণের সিনেমা সাধারণত খুবই সস্তা সেন্টিমেন্টের হয়। আইডলজিকে এরা সাধারণ ফৈজদারী অপরাধীদের মত ব্যক্তিগত বা স্বার্থগত অপরাধ দেখিয়ে ঘটনার পেছনে আদর্শগত কারণটি উহ্য করা হয়। অথবা আদর্শটি ইসলামের কোন অংশ নয় দেখানো হয়। অলরেডি ভারতের ‘ফারাজ’ সিনেমায় কেন্দ্রিয় চরিত্র ফারাজকে জঙ্গিদের বলতে শোনা যায়, ‘তোমাদের মত লোকদের কাছ থেকে আমার ইসলামকে ফিরিয়ে আনতে চাই’! বুঝাই যাচ্ছে এটা ইসলামকে ফিরিয়ে আনার সিনেমা। ইসলামের ইমেজ #সংকট থেকে তাকে উদ্ধার করাই মূল উদ্দেশ্য। আসলে বলিউডকে তার বাজারের কথা মাথায় রাখতে হবে। তাই বলিউড বরাবরই সিনেমা বানানোর সময় তার মার্কেটকে আগে দেখবে বলাই বাহুল্য। মধ্যপাচ্যের আরব দেশগুলি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ভারতের মুসলিম সম্প্রদায়, পাকিস্তানের বাজার -সবার কথা ভেবে সিনেমা বানায়। ফলে বলিউড ‘গুটিকয়েক বিপথগামী’ ইসলামকে না জানা তরুণ ও তাদেরকে বিপথগামী করা স্বার্থান্বেষী মহলই দায়ী- ইসলামের কোন দোষ নেই- এর বাইরে তারা স্কিপ্ট লিখবে না।


#সরয়ার ফারুকীর মত জামাতী মুমিন নির্মাতা কি বানাতে পারে সেটা আমরা বলতে গেলে জানিই! কারণ ব্লগার #কিলিংয়ের সময় এই লোকটি জঙ্গিদের #হত্যাগুলিকে এক প্রকার ব্লগারদের উপরই চাপিয়ে দিয়েছিলো। তার বক্তব্য ছিলো, ইসলাম নিয়ে লিখে ব্লগাররা শান্তশিষ্ট মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করে তারাই নিজেদের #হত্যা জন্য নিজেরাই পথ সুগম করে দিয়েছে...। অতিতে সেক্যুলারদের নিয়ে তীর্যক মন্তব্য করা এই ‘হুজুরের’ সিনেমা না দেখেই বলে দেয়া যায় এই সিনেমায় প্রাক্টিসিং মুসলমান দেখানো হবে যারা কতখানি শান্তিবাদী’ পর্দানশীন নারীরা কতখানি সন্ত্রাস বিরোধী, ‘গুটিকয়েক #সন্ত্রাসীর’ কারণে ইসলাম ও মুসলমানরা সকলের কাছে খারাপ হিসেবে উপস্থাপিত হচ্ছে। এই সুযোগে পশ্চিমা গণমাধ্যম ও প্রতিবেশী ভারতের হিন্দুত্ববাদীরা রাজনীতির সুযোগ নিচ্ছে... এইসব দেখানো ছাড়া (অনুমান) কোন রকম যুগান্তকারী সিনেমা হবে না। আপনারা সিনেমাটা দেখে আমার ভুল ভাঙ্গিয়ে দিয়েন। আমাদের জীবনের একটি দশক ইসলামের উপর রীতিমত গবেষণা করে, হাদিস, কুরআন, তাফসির, সীরাতসহ শত শত ফতোয়া পাঠ করে যেখানে ব্লগ লিখতে হয়েছে সেখানে সরয়ার ফারুকী ইসলামের ‘ই’ না জেনেও জঙ্গিবাদের উপর সিনেমা বানাবে সেই সিনেমা আর কি হতে পারে? তাছাড়া সে প্যান ইসলামিক। তাকে বিশ্বাস করার কোন কারণ নেই। আর ভারতীয় নির্মাতাদের বিশ্বাস নেই কারণ তারা বাজার অর্থনীতির বাইরে যাবে না...। 

#সুষুপ্ত #পাঠক #Faraaz #militancy #Bollywood #movie #HoliArtisanBakeri #শনিবারবিকেল #SusuptoPathok

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted