মাননীয় প্রধামন্ত্রী, আওলাদে রসূল, মানবতার মা, #কওমি জননীকে অশেষ ধন্যবাদ পাঠ্যবই থেকে কুফরী বিজ্ঞান ন্যাচারাল সিলেকশন অর্থ্যাত বিবর্তনবাদ বাতিল করে দিয়েছেন। আমরা মুসলমান। মুসলমানদের আল্লাপাক ১৪০০ বছর আগেই বিজ্ঞান শিখিয়ে দিয়েছেন। একটি ডানাওয়ালা না ঘোড়া না #খচ্চর সাদৃশ্য প্রাণীর পিঠে অক্সিজেন ছাড়াই পৃথিবীর প্রথম নভোচারী হয়েছিলেন ইসলামী খিলাফতের সম্রাট রসূলে-এ করিম। তার মাধ্যমে আল্লাপাক আমাদের সত্যিকারের বিজ্ঞান পড়িয়েছিলেন। আমি মাননীয়াকে অনুরোধ করবো ক্লাশ ওয়ান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিন্মলিখিতকুরাণীক বিজ্ঞান যেন অন্তর্ভূক্ত করা হয়-
#আকাশ হচ্ছে খুঁটিবিহীন ছাদ। এই ছাদ ভেঙ্গে আমাদের মাথায় উপর পড়ছে না এটা তার কুদরত।
(কোরআন ৩১ঃ১০) (কোরআন ২২ঃ৬৫)
#আকাশের গায়ে কোন ফুটো বা ছিদ্র নেই। নেই কোন ফাটল!
(কোরআন ৫০ঃ৬)
#উল্কাপাত হচ্ছে শয়তান তাড়ানোর জন্য লেজার মেশিনগান! শয়তান যাতে জান্নাতে ঢুকে পড়তে না পারে তার জন্য ফেরেস্তারা এই আগুন বের হওয়া বন্দুক দিয়ে ফায়ার করে!
কোরআন ৩৭ঃ ৬-১০
#সূর্য একটা পঙ্কিল জলাশয়ে প্রতিদিন ডুবে যায়!
(কোরআন ১৮ঃ ৮৬)
#পৃথিবী সমতল তাই বিছানার মত এটিকে বিছিয়ে দিয়েছেন আর এটা যাতে টলে না যায় তার জন্য স্থীর রাখেছেন মহান আল্লাতালা!
(কোরআন ৩৫ঃ৪১ কোরআন ৮৮ঃ২০ কুরআন ২:২২ কুরআন ২০:৫৩ কুরআন ৫১:৪৮)
#সুষুপ্ত #পাঠক #Quran #Science #Evolution #Darwin #Natural #Selection #SusuptoPathok
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................