মনে করেন পার্বত্য চট্টগ্রামে বাংলা ভাষার পাশাপাশি চাকমা ভাষাকে রাষ্ট্র ভাষার দাবীর আন্দোলন শুরু হলো- তখন দেখবেন এই রাষ্টের আসল চেহারা বেরিয়ে গেছে!
কেন চাকমাদের ইচ্ছে করে না দোকানের সাইনবোর্ডগুলি তাদের ভাষাতে হোক? পার্বত্য এলাকার সরকারী অফিসে বাংলার পাশাপাশি তাদের ভাষাতে কাজকর্ম হোক?
#পশ্চিমবাংলা ভারতের একটি প্রদেশ। সেখানে হিন্দি ভাষার দাপট দেখে বাংলাদেশের ‘বাঙালি মুসলমান বুদ্ধিজীবীরা’ পশ্চিমবাংলাকে ‘পরাধীন’ বলে কটাক্ষ করেন। তাহলে এই দেশের চাকমা মারমা একটা ছেলে মেয়ে কেন দুটো বিদেশী ভাষা (বাংলা ও ইংরেজি) শিখে প্রতিযোগীতা করতে যাবে বাংলা ভাষীদের সঙ্গে? এটা তো অসম প্রতিযোগীতা। আজ যদি চামমা মারমাদের মনে হয় নিজেদের দেশ হলে আমাদের ভাষায় লেখাপড়া করব। দাপ্তরিক সব কাজ হবে আমাদের ভাষায়। সেরকম চাওয়া যদি বাংলা ভাষী মুসলমানদের জন্য ৫২ সালে ন্যায্য হয়ে থাকে তাহলে এখন এরকম কোন আন্দোলন কেউ শুরু করলে আপনি সমর্থন দিবেন তো?
পাহাড়ে শান্তিবাহিনীর যুদ্ধকে কি আহমদ ছফা সমর্থন করেছিলো? কারণ উনি পশ্চিমবঙ্গকে পরাধীন বলেছিলো কারণ তাদের নিজেদের একার কোন রাষ্ট্র নেই বলে!
#পাকিস্তানের রাষ্ট্র ভাষা কেবল উর্দু হলে বাঙালি মুসলমানদের যে কষ্ট করতে হতো এখন বাংলাদেশের আদিবাসী পাহাড়ী জনগোষ্ঠিকে সেটাই করতে হয়। মনে রাখবেন তাদেরকে জীবনে নিজ মাতৃ ভাষার বাইরে দুটো ভাষা শিখতে হয় জীবন জীবিকার জন্য যার কোনটাই তাদের মাতৃভাষা নয়!
যে নিজের ভাষাকে ভালোবাসে সে পৃথিবীর সমস্ত ভাষাকে ভালোবাসে। বাংলা ভাষাই হচ্ছে আমার পরিচয়। আমার মুক্তি। প্রতিটি ভাষাভাষীর কাছে সেটাই।
#বেতিক্রম বাঙালি মুসলমানরা। তারা মোটেই বাংলা ভাষাকে ভালোবাসেনি। ৫২-এর ভাষা আন্দোলন ছিলো চাকরি বাকরিতে পিছিয়ে যাবার ভয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছেলেমেয়েদের মাধ্যমে গড়ে উঠা আন্দোলন। নইলে তাদের সংবাদপত্রের নামগুলি হতো আরবী নয়ত উর্দু শব্দে। তারা তাদের সন্তানদের নাম নিজের ভাষাতে রাখে না। এখন তো কেমন আছেন জিজ্ঞেস করলে শুধু বলে ‘আলহামদুরিল্লাহ’। তবে তাহারা পাহাড়ে গেলেই খাঁটি বাঙালি হয়ে উঠে! সারাদেশে “আমরা মুসলমান” বললও পাহাড়ে উঠেই বলা শুরু করে “আমরা বাঙালি এই পাহাড় আমাদের”!
ও দুটো পরিচয় মুদ্রার এপিঠ ওপিঠ। এই পয়সা যখন যেখানে যেভাবে খেলতে হয় খেলে দেয়!
#সুষুপ্ত #পাঠক #InternationalMotherLanguageDay #Bengali #Chakma #Hindi
Copyright © 2023 Susupto Pathok aka সুষুপ্ত পাঠক all rights reserved.
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................