নাস্তিকরা কেন ইসলাম ধর্মকে এত ঘৃনা করে?
তাদের দৃষ্টিতে নবীর দেখানো পথই হল আসল ইসলাম। আর ঐ দেখানো পথের কীর্তি-কাহিনীই হল আসল ঘৃণার কারণ!
কেউ কখনও বিনা দোষে আত্মসমর্পণ করতে চায় না! কখন আমরা আত্মসমর্পণ করি?
শুধুমাত্র যখন আমরা বাধ্য হই!
সত্যিই যদি আল্লাহর মনোনীত ধর্ম "ইসলাম" মানে "আত্মসমর্পণ করা" হয়ে থাকে,
কেন তাকে অসাধুতার পথ অবলম্বন করতে হল ?
কেন তিনি নবীকে দিয়ে শান্তিপূর্ণভাবে সকলকে আত্মসমর্পণ করাতে
পারেননি?
নবীকে কেন এত এত গুপ্তঘাতক দিয়ে রাতের বেলায় কবিদের হত্যা, গনহত্যা, অভিযান, অতর্কিত হামলা, আক্রমণ, যুদ্ধ, গনিমতের মাল আরহণ, দাসদাসী বেচাকেনা, ভোগ-দুর্ভোগ পোহাতে হল?
যেমন ধরুন:
ডাকাতের রামদার সামনে আমরা হাত উঁচা করে আত্মসমর্পণ করি, আমাদের সোনাগয়না, দামি দামি জিনিসপত্র থেকে শুরু করে বাড়ির লোটাঘটি বদনা পর্যন্ত গনিমতের মালের মত সবকিছু দিয়ে তাদের হাতে তুলে দিতে বাধ্য হই,
কেউ যদি কাউকে খুন করে, আমরা তাদের খুনী বলি, কেউ যদি জোরপূর্বক কাউকে ধর্ষণ করে, আমরা তাদের ধর্ষক বলি,
আমাদের সভ্য সমাজে তো দাসদাসী ভোগ, বেচাকেনা অপরাধ বলে বিবেচনা করি এবং আইনত নিষিদ্ধ, শিশুবিবাহ ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয়, বহুবিবাহ খারাপ চোখে দেখি এবং অধিকাংশ দেশে নিষিদ্ধ, মুতাবিবাহের মত চুক্তি করে সল্প সময়ে কারও সাথে গোপনে গোপনে যৌন কাজে লিপ্ত হওয়াকে স্কোর্ট সার্ভিস, প্রস্টিটিউন বলি - এসব আমাদের সমাজ ভাল চোখ দেখে না এবং আইনত দণ্ডনীয়, মাদ্রাসায় মুমিন হুজুরের শিশু বলাৎকারের মত জঘন্য অপরাধ গোপন করাটা দোষনীয় এবং আইনত দণ্ডনীয়, চুরির অপরাধে কারও হাত কাটাকে অমানবিক মনে করি, কাউকে গালি দেওয়ার কারনে হত্যা, সমকামিতার কারনে হত্যা, ধর্ম ত্যাগের কারণে হত্যা, পরকিয়া করার কারনে হত্যা, স্ত্রীকে প্রহার করা - এসবই আমরা অপরাধ মনে করি এবং আইনত দণ্ডনীয়! সর্বোপরি, হিজাব-বোরকা নিয়ে বিশ্বজুড়ে চলছে বিতর্ক আন্দোলন!
ভাল বলতে আমরা বুঝি নির্ভেজাল,
কিন্তু ইসলামে তো দেখি ভেজালে ভেজাল ভর্তি!
নবী বিষক্রিয়ায় ধুঁকে ধুঁকে মরলেন, মৃত্যুর প্রায় তিনদিন পর তার কবর হয়, নবীর মৃত্যুর সাথে সাথে ধর্মত্যাগীদের যুদ্ধ শুরু হয়, হযরত আয়েশার সাথে হযরত আলীর যুদ্ধ, হযরত ফাতেমার গর্ভপাত ও মৃত্যু, খালিফা রাশেদানের চার খলিফার তিন খলিফাই নিহত হন, হাসান হোসেনসহ নবীর বংশ নিধনে নির্বংশ, খুনি মুয়াবিয়া ইয়াজিদের নেতৃত্বে সুন্নি মুসলিম!
এত কিছু হয়ে গেল, আল্লাহ তখন কোথায় ছিলেন?
ঘোড়া-তলোয়াড়ের ১৪০০ বছর আগের দেখানো পথ এ শতাব্দীতে আসলেই অচল!
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................