প্যান ইসলাম কি??

Stay Conneted

প্যান ইসলাম
গান বাজনা অভিনয় সিনেমায় কোন ‘মুসলিম’ আর্টিসের শ্রেষ্ঠত্বের গর্ব করতে যাদের দেখবেন এরাই আইয়ুব বাচ্চুর #মৃত্যুর পর তার পরকালে কি কি শাস্তি হতে পারে সেসব মন্তব্য করে ভরিয়ে ফেলেছিলো কমেন্ট বক্সগুলি। বিষয়টা হচ্ছে ইসলামে হারাম এমন কাজে যদি মুসলমানরা নাম করে তাহলে সেটাকে তুলে ধরে মুসলমান হিসেবে অন্যদের থেকে শ্রেষ্ঠ ও আলাদা এক জাতি সাজার নামই ‘প্যান ইসলামিজম’।


মনে করেন কোন ‘মুসলিম’ মেয়ে সাঁতার প্রতিযোগিতায় পাঁচটা স্বর্ণপদক জিতে ফেলল। তখন সুইমিং পোশাক পরে এত লোকের মধ্যে সাঁতার করা কোন মুসলমান মেয়ের জন্য কতখানি হানীকর এই জাতীয় বক্তব্য উঠাবে না যদি প্রতিযোগিতাটা হয় বৈশ্বিক বা কোন অমুসলিম দেশের সংখ্যালঘু মুসলমান হয়ে। নিয়ম হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মেয়েদের সাঁতার প্রতিযোগিতা কঠিন করে তুলতে হবে। অমুসলিম দেশে যেহেতু সেরকম করতে পারবে না তাই ভালো কিছু ফল করে ফেললে মুসলিম হিসেবে গর্ব করে মুসলিম জাতীয়তাবাদকে সামনে তুলে আনা। এটাই ‘প্যান ইসলামিজম’। এটা মৌলবাদী মুসলমানদের চেয়েও #খারাপ একটা শক্তি। এরা সাম্প্রদায়িক বিভেদ তুলে একটা দেশ জাতির মধ্যে পরিস্কার ভাঙ্গন ধরাতে চায়।

#সুষুপ্ত #পাঠক #Stopreligiousbullying #PanIslamism

Post a Comment

যুক্তি সংগত কথা বলুন.................