ইসলাম পূর্ব আরবের সমাজ ছিল 'আইয়ামে জাহেলিয়াত' বা অন্ধকারাচ্ছন্ন 'বর্বরতম' যুগ! মুসলমানদের এইরকম প্রচলিত দাবির পক্ষে কোনো 'অথেন্টিক' দালিলিক ভিত্তি নেই! ইতিহাস সবসময়ই বিজয়ীরা রচনা করে! সেমেটিক আরবের পুরোনো পেগান ও নন-পেগান বিশ্বাস, ঐতিহ্য, প্রথা-রীতিনীতি, সবকিছুকে 'ধংস' করে দিয়ে নবী মুহম্মদ একেশ্বরবাদী 'ইসলাম' ধর্মমতের প্রতিষ্ঠা করেন 'বিজয়ী' হয়েই! তাই পরবর্তীতে তার অনুসারীগণ তাকে একজন 'আদর্শ মহামানব' এবং 'আল্লার নবী' হিসাবে প্রতিষ্ঠিত করতেই নিজেদের সুবিধামাফিক এসব 'ভুয়া' কাহিনী তৈরী করেছে!
ইসলামপূর্ব আরবে নারীদের অবস্থান ছিল অনেক সম্মানের এবং স্বাধীন! তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ বা অধিকারও ছিল তখন নিঃসন্দেহে! নারীরা স্বাধীনভাবে ঘরের বাইরে যাতায়াত, কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য করতো! উদাহরণ; মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী নারী ছিলেন বিবি খাদিজা! যার অধীনে যুবক মুহম্মদ (পরে স্বামী) নিজে চাকরি করেছেন! নারীরা সংগীত, কলা, কাব্যচর্চা থেকে শুরু করে সমাজের প্রায় প্রতিটি কাজেই জড়িত ছিল পুরুষদের পাশাপাশি! এমনকি কেউ কেউ নেতৃস্থানীয়ও পর্যায়েও ছিল তখনকার আরবে!
অথচ 'ধুকাবাজ' মুমিনরা 'গল্প' সাজিয়েছে এইভাবে যে, "আরবরা কন্যা সন্তান জন্ম নিলেই জীবন্ত কবর দিতো!" এসব তথ্য যদি 'সত্য' হয়, তাহলে শুধু নবী এবং তার চার খলিফার বিবিসংখ্যা কমপক্ষে ৪১জন ছিল কি করে? এছাড়া দাসীদের সংখ্যা যোগ করলে তাদের নারী সংখ্যা ছিল আরো প্রায় ৩০/৩৫ জন অতিরিক্ত!
সত্য ইতিহাস হলো; ধর্মবিশ্বাস এবং 'রিচুয়াল' পালনের ক্ষেত্রে ইসলামপূর্ব আরবরা ছিল খুবই 'সম্প্রীতিময়' এবং 'সেকুলার' মনোভাবাপন্ন! যদিও তাদের মধ্যে কিছু গোত্রভিত্তিক ঝগড়া ফ্যাসাদ বিদ্যমান ছিল প্রায়শই! কিন্তু ধর্মচর্চার দিক থেকে আরবদের অবস্থান ছিল অত্যন্ত সহনশীল এবং 'সৌহার্দ্যময়'! যেটির সর্বোৎকৃষ্ট উদাহরণ; একই কাবাঘরের ভিতরে ৩৬০টি পূজ্য মূর্তির সহাবস্থান ও সকল গোত্রের পেগানদের উৎসবমুখর পরিবেশে নিজনিজ দেবদেবীর প্রতি পূজাঅর্চনার ঘটনা!
কিন্তু 'ইসলাম ধর্ম' আরবে 'দখল' নেওয়ার পরে, আরব সমাজের সেই 'সৌন্দর্য' চিরতরে ধূলিসাৎ হয়ে যায়! যেটির ধারাবাহিকতায় আরবরা আজও পৃথিবীর একটি 'আইসোলেটেড' ও 'অসভ্য' জাতির পরিচয়েই বহাল আছে! তবে যুবরাজ মুহাম্মদ বিন সালমান, আরবকে সেই 'বিভীষিকাময়' মধ্যযুগীয় ধ্যান ধারণা 'খড়গ' থেকে বের করে এনে! একটি আধুনিক, সংস্কৃতিময় ও 'অসাম্প্রদায়িক' সৌদি আরব গঠনের চেষ্টায় আছেন! আল্লাফাক এই মহান 'মুরতাদ' শাসকের নেক হায়াৎ দারাজ করুন!!..
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................