।। বিশ্বকাপ ক্রিকেট ২০২৩।।
পাকিস্তান ক্রিকেট টিম ভারতে পৌঁছে যে অভ্যর্থনা পেয়েছে তাতে তারা অভিভূত! তাদের আগের জেনারেশনও এমন অভ্যর্থনা পেয়ে অভিভূত হয়েছে এবং খেলা ছেড়ে দেবার পর সাম্প্রদায়িক বিষ উগলে দিয়েছে! হায়দ্রাবাদে প্রচুর মুসলমান থাকে তারা পাকিস্তানকে সাপোর্ট করবে এসব বলছে অতীতে ভারত থেকে আতিথেয়তা পাওয়া সাবেকরা। এসব বলা যে ভারতীয় মুসলমানদের ভারতের বিরুদ্ধ অবস্থানে এনে দেয় এটা তারা বুঝে। তবু বলে এই আশায় ভারতের মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে আরেকটা 'পাকিস্তান' জন্ম নিক। দুটো পাকিস্তানেও মন ভরছে না!
উপমহাদেশের ক্রিকেটে সাম্প্রদায়িক রাজনীতি চিরকাল কাজ করেছে। গাভাস্কার, কপিল, শাস্ত্রী তারা সেক্যুলারিজমই চিরকাল প্রদর্শন করে গেছেন। ক্রিকেটীয় অবস্থানে এতটাই সৎ যে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করতে দ্বিধা করেননি। বিপরীতে ইমরান, ওয়াকার, মুস্তাক, সেলিম মালিকরা ছিলেন সাম্প্রদায়িক ও ভারতের বিষয়ে হিংসুটে।
হায়দ্রাবাদ ও আহমেদাবাদের মুসলিম জনগোষ্ঠি পাকিস্তানকে সাপোর্ট করবে এটা প্রকাশ্যে পাকিস্তানের ক্রিকেটাররা বলে চলেছে। কথায় যে মিথ্যে আছে তা নয়। থাকার কথাও নয়। 'মুসলিম উম্মাহ' এই চেতনা সারাবিশ্বের মুসলমানদের একটি সেনাবাহিনীর অংশ বানিয়ে ফেলে। তাই ভারতের ভেতরে অদৃশ্য 'পাকিস্তান' রয়ে গেছে। বাংলাদেশে পাকিস্তান এতবড় গণহত্যা চালানোর পরও পাকিস্তানের প্রতি ভালোবাসা না কমার একটাই কারণ 'মুসলিম উম্মাহ' চেতনা।
২.
বাংলাদেশের ৭১ টিভির রিপোর্টে বলছে ভারত ও আইসিসি ষড়যন্ত্র করে বাংলাদেশ টিমকে ৩০ কিলোমিটার দূরে গিয়ে ফটোসেশন করতে বাধ্য করেছে কারণ ওখানে ভারতীয় দল অবস্থান করছে। আইসিসি ও ভারত বাংলাদেশ টিমকে ক্লান্ত করে দিতে চাচ্ছে খেলার আগে যাতে দুর্বল হয়ে ভালো খেলতে না পারে! এটাই ছিলো রিপোর্টের ভাব। চিন্তা করেন এই লেভেলের রিপোর্ট একটা জাতীয় গণমাধ্যমে কী করে করতে পারে? এরা কী জানে না এই বিশ্বকাপে ভারত একমাত্র দল যারা সবচেয়ে বেশি বিমান ভ্রমণ করবে। এতটাই বেশি যে, গাভাস্কার এর সমালোচনা করে বলেছেন ফিক্সচার এমনভাবে করায় ভারতীয় দল ক্লান্ত থাকবে নিশ্চিত করেই! তাহলে "মোড়ল" ভারত কেন এটা মেনে নিলো? আইসিসি না তাদের আলাদা করে সুবিধা করে দেয়?
বাংলাদেশ আসলে আইসিসি টুর্নামেন্টে খেলতে যায় ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করতে। বাংলাদেশ ক্রিকেট পাকিস্তান ক্রিকেটের মতোই 'মুসলিম লীগ' রাজনীতি দিয়ে ভারতকে মোকাবেলা করে। ভারত হারলে ঈদের আনন্দ পাওয়ার পেছনে মুসলিম লীগের ঐতিহাসিক রাজনৈতিক চেতনাই বদ্ধমূল। নিজেদের নিয়ে কী রকম হাস্যকর নার্সিসিজমে এরা ভোগে! এরা বিশ্বকাপ যেতার মতো দল শুধু আইসিসি আর ভারতের ষড়যন্ত্রের কারণে পারছে না! ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করার পেছনে আর কোন দেশের স্পোর্টস জার্নালিজম এভাবে জড়িত থাকে না। অলরেডি বিশ্বকাপে ষড়যন্ত্র খোঁজা শুরু হয়ে গেছে। 'ভদ্রলোকের খেলা' ক্রিকেট বাংলাদেশে এসে ছ্যাঁচড়াদের খেলা হয়ে গেছে!
©সুষুপ্ত পাঠক
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................