কোরানের শুধু এই একটি আয়াতের কথা যদি সকল মুসলিমরা জানতো এবং বুঝতো! তাহলে সৌদি আরবের হজ্ব ব্যবসায় 'ধস' নেমে যেত কয়েক বছরেই!

কোরানের শুধু এই একটি আয়াতের কথা যদি সকল মুসলিমরা জানতো এবং বুঝতো! তাহলে সৌদি আরবের হজ্ব ব্যবসায় 'ধস' নেমে যেত কয়েক বছরেই!

আল্লাপাক যেখানে পরিষ্কার বাক্যে বলেই দিয়েছেন; "হজ্জ্বে যেতে হবে পায়ে হেটে এবং কৃশকায় (দুর্বল) উটের পিটে চড়ে!" সেক্ষেত্রে যারাই কোরানে 'বিশ্বাসী' শতভাগ খাঁটি মুমিন! এরা দুনিয়া উল্টা গেলেও আল্লার নির্দেশ 'অমান্য' করে, কাফেরদের তৈরীকৃত এরোপ্লেনে চড়ে হজ্বে যেতোনা! প্রয়োজনে তারা ঘরবাড়ি বিক্রি করে, সৌদি থেকে উট আমদানি করিয়ে, ধীরে ধীরে ছয়মাস সময় লাগিয়েই হজ্বে যেতো! 

উল্লেখ্য, ইজমা ও কিয়াসের মাধ্যমে শুধুমাত্র সেসব বিষয়কেই ফেকাহের সমাধান দেওয়ার বিধান আছে! যেগুলো কোরান অথবা হাদিসে পরিষ্কার ভাবে উল্লেখিত নেই, সেগুলো! কিন্তু হজ্বে ভ্রমণের ব্যাপারে যেহেতু সরাসরি আয়াত আছে; দুর্বল উট ও পায়ে হেটে যাওয়ার কথা! 

সেক্ষেত্রে যাঁরাই সূরা হজ্বের ২৭ নং আয়াতকে 'ভায়োলেট' করে, প্লেন, জাহাজ, হেলিকপ্টার, গাড়ি, ইত্যাদি বাহনকে 'বৈধ' করেছে দুইনম্বরি 'ফতোয়া'র মাধ্যমে! এরা সবাই কোরানের বিধান মতেই, ডাইরেক্ট 'কাফের'! আর যারা উটের পিঠে সওয়ার না হয়ে, এসব 'ধর্মব্যবসায়ী' মুফতিদের কথায়; প্লেনের বিজনেস ক্লাসে চড়ে, এসির বাতাস খেয়ে হজ্বে যাচ্ছে! এরাও কোরান অমান্যকারী 'মুরতাদ' অথবা 'কাফের' হয়ে যাচ্ছে প্রতিবছর! আল্লাপাক এসব 'কাফের' হয়ে যাওয়া হাজীদের, পুনরায় 'কলেমা' পড়িয়ে 'মুমিন' হওয়ার তৌফিক দিন!!..

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted