প্রশ্ন করে -- মা কালী'র মূর্তিতে আমরা কেন তাঁকে জিহ্বা বের করা এবং নিজ স্বামীর উপর পা দিয়ে দাঁড়ানো অবস্থায় দেখি...?
চেষ্টা করছি উত্তর দেবার -----
এ জগতে দুটো তত্ত্ব আছে । একটা চঞ্চল , অন্যটা স্থির। জগত চলছে চঞ্চল শক্তিতে ,ধীর অচঞ্চল আছে তার কেন্দ্র হয়ে । চঞ্চল শক্তি মহামায়া কালী ,অচঞ্চল হলো শিব । যখন জীব অতি চঞ্চল হয়ে তার ভেতরকার স্থির ধীর সত্ত্বাকে ভুলে যায় ,তখন সে বৃত্তচ্যুত হয়ে যায় ।
কারও কারও হুঁশ আসে ,সে তখন দেখতে পায় যে , সে তার ধীর অংশকে পায়ে পিশছে, তখন লজ্জায় জিহ্বা কাটে। তার মানে আপনার চঞ্চল ও অচঞ্চল সত্ত্বায় যেন balance থাকে ।এটা একটা তত্ত্ব বলেছি , কিছুটা মনোবিজ্ঞান ভিত্তিক। তারই প্রতীক এই মা কালী'র মূর্তি।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................