ধর্ম না জানা 'সাগু' মুমিনরা বলছেন, ইসলামিক ব্যাংক ধর্মকে পুঁজি করে ব্যবসা করছে!

মাত্র একহাজার কোটি টাকা সুদে ঋণ নিয়েছে, ইসলামিক ব্যাংক! আর এতেই ধর্ম না জানা 'সাগু' মুমিনরা বলছেন, ইসলামিক ব্যাংক ধর্মকে পুঁজি করে ব্যবসা করছে! এরা ভন্ড ধর্মব্যবসায়ী! 

কিন্তু মুমিনদের এই অভিযোগ মোটেই সঠিক নয়! কারণ ধর্ম জিনিসটাই হলো 'ব্যবসা'! নুবীপাক যখন ধর্মযুদ্ধের জিহাদে যেতেন! তখন কাফেরদের হত্যা করে তিনি কি গনিমতের সম্পদ (নারীসহ) যুদ্ধের ময়দানে ফেলে আসতেন? অবশ্যই না! 

মদিনায় নবীর পুরো বাহিনী চলতেন, কোপাকুপি থেকে 'লুটকৃত' গনিমতের মালের উপর নির্ভরশীল হয়েই! তারা বছরে গড়ে প্রায় সাড়ে ৮টির মত (ছোটবড়) লুটের অভিযান (জিহাদ) চালিয়েছেন! আর তা থেকে অর্জিত গনিমতের সম্পদই ছিল পৃথিবীতে প্রথম ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি বা পুঁজি!


কিন্তু আজকের যুগে ইসলামিক ব্যাংকের কাছে কি গনিমতের দৌলত আছে? লুটের নারী না হয় বাদই দিলাম! অন্তত দুই চাইরশো হিন্দু কোপাইয়া যদি তারা কিছু জমিজমা, সোনাদানা লুট করে, ব্যাংকের লকারে 'রিজার্ভ' রাখতে পারতো! তখন ব্যাংক বাচাতে তাদেরকে এই নিকৃষ্ট 'হারাম' সুদে টাকা ধার করতে হতোনা, রাষ্ট্রায়ত্ত্ব 'সুদী ব্যাংকে'র কাছ থেকে!

এরপরেও 'মুরুক্কুসোডা' রা 'হালাল শরিয়া ব্যাংকিং' এর ডায়লগ সুডাইতেই থাকবে! আর বলবে; ধর্ম ঠিক আছে, কিন্তু ধর্মব্যবসায়ীরা ঠিক নেই! এরা পাপিষ্ট এবং সুদের লেনদেন করে মায়ের সাথে জিনাহ করছে!!..

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted