ইন্ডিয়াকে “দাদাবাবু” বলার কারণ হিন্দুদের দাদা বলে ডাকা হয়। মুসলমানদের কাছে হিন্দু মানেই “দাদা”। ভারতে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও দাদা বলে নিজের বড় ভাইকে ডাকে না। পুরো ভারত বাঙালিদের বুঝাতে রসগোল্লা, দাদা, কোলকাতা বুঝে থাকে...।
বাঙালিরা তার বড় ভাইকে “দাদা” বলে। আর বড় বোনকে “দিদি”। এর সঙ্গে হিন্দু ধর্মের কোন সম্পর্ক নেই। খুব বেশিদিন নয় বাঙালি মুসলমানরাও বাড়িতে দাদা দিদি বলে ডাকতো। ওহাবী আন্দোলনের সময় এসব ডাক সচেতনভাবে পরিহার করা হয়। তবু ৭০-৮০ দশক পর্যন্ত বাংলাদেশে অনেক পরিবারে দাদা দিদি জ্যাঠা সম্বোধন প্রচলিত ছিল। আমরাও বাপের বড় ভাইকে জ্যাঠা ডাকতাম। আমার মায়ের পরিবারে বড় ভাইকে দাদা ডাকার চল ছিল। ওহাবীদের মাথায় টুপি ছিল, কপালে নামাজের কালো দাগ, জোব্বা পায়জামা পরা মাদ্রাসা শিক্ষিত ছিল। তারা এদেশে বাঙালি মুসলমানদের হিন্দুদের থেকে আলাদা হতে ভাষা পোশাক খাদ্য সংস্কৃতি পৃথক করার যে রিলে দৌড় শুরু করেছিলেন সেই রিলের কাঠি ওহাবীরা পৌঁছে দিয়েছিল ছফাদের হাতে। ছফাদের ইন্টেলেকচুয়াল ‘বাঙালি মুসলমানের স্বাতন্ত্র্যতা’ আসলে ওহাবী আন্দোলনের ফসলকে ধরে রাখার চেষ্টা।
কিছু হলেই ফেইসবুকে ভারতকে খোঁচা দিতে “দাদাদের” বলাটা উল্টো আপনাকে বাঙালি হিসেবে প্রশ্নবিদ্ধ করছে। ভারত অন্যায় করলে তার সমালোচনা করবেন না? অবশ্যই করবেন। কিন্তু ভারতকে হিন্দু ট্যাগ দিতে তাকে ‘দাদাদের’ বানানো যে নিজেকে বাঙালি বিদ্বেষী করে ফেলছে! “দাদা” ডাকটিকে বাংলাদেশী মুসলমানরা হিন্দু আইডেন্টি বানিয়ে ফেলেছে। ইন্ডিয়াকে “দাদাবাবু” বলে চিহ্নিত করা হয় হিন্দু হিসেবেই। ভারতীয় ক্রিকেট টিমে একমাত্র “দাদা” ছিলেন তাদের টিমমেটদের কাছে সৌরভ গাঙ্গুল। শচীন দ্রাবিড় সেভাগ সকলেই ধর্মে হিন্দু হলেও সৌরভকে দাদা ডাকত। কারণ সৌরভ বাঙালি আর বাঙালিদের দাদা ডাকা হয় এটা জেনেই টিমে সৌরভ সবার কাছে হয়ে গিয়েছিলেন দাদা। কিন্তু বাংলাদেশ টিমে লিটন দাসকে “দাদা” আর সাকিবকে “ভাই” বলে যখন জুনিয়ররা ডাকবে তখনই সেটা জট পাকিয়ে যাচ্ছে। তারা কি বাঙালি নয়? লিটন একা বাঙালি নাকি? আর বাকীরা সব বাংলা ভাষী মুসলমান? বাংলাদেশে কারোর নামের সঙ্গে ‘দা’ যুক্ত করে ডাকলে আপনি বিরূপ আচরণের শিকার হতে পারেন। যেমন ধরেন কারোর নাম ফয়সাল। আপনি ডাকলেন ‘ফয়সালদা’, তার বিরূপ আচরণ পাবার সম্ভাবনা ৫০%! কারণ এগুলো হিন্দু কালচার! আপনার মুখের উপর বলে দিবে। ফলে আপনি যখন ভারতকে খোঁচাতে গিয়ে “দাদাদের” বলে কটাক্ষ করেন আমার সন্দেহ হয় আপনি বাঙালি? নাকি স্রেফ বাংলা ভাষী মুসলমান!
©সুষুপ্ত পাঠক
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................