মুমিনরা এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না কেন??

মুমিনরা এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না।
কথিত সর্বশ্রেষ্ঠ মহামানব কোরানিক বিজ্ঞানের সবটুকুই হাস্যকর! তারপরও মুমিনদের কাছে কোরানই সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের বই!

প্রশ্নঃ জাহাজ সমুদ্রে ভাসে কেন?
উত্তরঃ আল্লাহ ভাসায় তাই ভাসে। (কুরআন ১৭ঃ৬৬)
প্রশ্নঃ পাখিরা আকাশে ভাসে কিভাবে?
উত্তরঃ আল্লাহ পাখিদের আকাশে ভাসিয়ে রাখেন তাই। (কুরআন ১৬ঃ৭৯)
প্রশ্নঃ মানুষ কিভাবে চিন্তা ভাবনা করে?
উত্তরঃ হৃদয় দিয়ে। (কুরআন ১৭ঃ৪৬)
প্রশ্নঃ মানুষ কিভাবে তৈরী হয়েছে?
উত্তরঃ মাটি দিয়ে। (কুরআন ১৫ঃ২৬)

প্রশ্নঃ পৃথিবীর আকৃতি কেমন?
উত্তরঃ সমতল। (কুরআন ৮৮ঃ২০, ২ঃ২২, ২০ঃ৫৩, ৫১ঃ৪৮, ৭১ঃ১৯, ৭৮ঃ৬, ১৫ঃ১৯)

প্রশ্নঃ আকাশের আকৃতি কেমন?
উত্তরঃ ছিদ্রহীন, ফাটলহীন। (কুরআন ৫০ঃ৬)

প্রশ্নঃ আকাশ কি অবস্থায় আছে?
উত্তরঃ আল্লাহ আকাশকে আটকে রেখেছেন, এজন্য আকাশ জমীনের উপর পড়ে যায়না। (কুরআন ২২ঃ৬৫)

প্রশ্নঃ পৃথিবী কি অবস্থায় আছে?
উত্তরঃ স্থির অবস্থায়। (কুরআন ৩৫ঃ৪১)

প্রশ্নঃ উল্কাপাত কি?
উত্তরঃ শয়তানদের তাড়ানোর জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র। (কুরআন ৩৭ঃ ৬-১০, কুরআন ৬৭ঃ৫)

প্রশ্নঃ সূর্য কোথায় অস্ত যায়?
উত্তরঃ পঙ্কিল জলাশয়ে। (কুরআন ১৮ঃ৮৬)


প্রশ্নঃ পৃথিবীর সংখ্যা কত?
উত্তরঃ ৭টি। (কুরআন ৬৫ঃ১২)

প্রশ্নঃ পৃথিবী ঢলে পড়েনা কেন?
উত্তরঃ পর্বতের কারণে পৃথিবী ঢলে পড়েনা। (কুরআন ৩১ঃ১০)

প্রশ্নঃ মহাবিশ্ব সৃষ্টিতে কত সময় লেগেছিল?
উত্তরঃ ৬ দিন। (কুরআন ৭ঃ৫৪, ১০ঃ৩)

প্রশ্নঃ পৃথিবী, গাছপালা, প্রাণীজগত তৈরী হয়েছে কবে?
উত্তরঃ আল্লাহ পৃথিবী, গাছপালা প্রাণীজগত আগে সৃষ্টি করেছেন, এরপরে সপ্ত আকাশ বা মহাকাশ। (কুরআন ৪১ঃ৯-১২, কুরআন ২ঃ২৯)

প্রশ্নঃ তারকারাজির অবস্থান কোথায়?
উত্তরঃ নিকটবর্তী আসমানে। (কুরআন ৩৭ঃ৬)

প্রশ্নঃ শিলাবৃষ্টি কেন হয়?
উত্তরঃ আকাশে অবস্থিত শিলাস্তুপ থেকে আল্লাহ শিলা বর্ষণ করেন। (কুরআন ২৪ঃ৪৩)

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted