ইতিহাস স্পষ্ট দেখিয়ে দিয়েছে রাজা কখনো আইনের অধীন হয় না।

ভাবনার এরোপ্লেন

প্রয়োজন যদি আইনের জননী হয় তবে আধুনিক রাষ্ট্রগুলো জনগণের প্রয়োজন নয়, প্রয়োজন মেটাচ্ছে তার নিজের।
প্রয়োজন যেন রাষ্ট্রের নিজস্ব সম্পদ। কিন্তু রাষ্ট্র কি জানে প্রয়োজন জিনিসটাই আসলে কী? জানে না। রাষ্ট্র জানে না অথচ ইহা দিব্যি আইন তৈরি করছে, খুবই মজার, তাই না?
তবুও জনগণ রাষ্ট্রের হাতে ক্ষমতা তুলে দেয়, রাষ্ট্রের অধীন হয় এবং আশা করে রাষ্ট্রও আইন মেনে চলবে। কিন্তু তা হচ্ছে কী? অধিকার খর্বিত হয় জনগণের। 
ভারতীয় নাগরিক অধিকার সমিতির সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ। তিনি তখন এক চিরকুটে বলেছিলেন, " অধিকার এমন এক বস্তু যাহা প্রতিদিন লড়াই করিয়া আদায় করিতে হয়। কারণ যে সরকার সবার তুলনায় বেশি গণতান্ত্ৰিক কায়দায় নির্বাচিত হইয়াছে সেই সরকারও অত্যাচারী হইয়া উঠিতে চায়, বিশেষ যখন তাহার অধীনস্থ জনসাধারণ নিজ নিজ অধিকার বিষয়ে উদাসীন থাকে কিংবা ভয়ে কাতর হইয়া চুপচাপ। থাকে।"
যদি সাহস করি? কোন রাজাকে ক্ষমতায় দেখতে চাই? 
নিপীড়িত জনগণের ইতিহাস বলছে, আমরা আসলে বাস করছি এমন সব রাষ্ট্রের অধীনে যেসব রাষ্ট্রের আইন আমাদের নয়, এবং আমরা যে আইন মেনে চলতে বাধ্য হই, রাষ্ট্র নিজেই সেই আইন মানে না। 
আর আমরা শুধু আইনের অধীন থাকছি তা নই, আমরা হচ্ছি রাষ্ট্রেরও অধীন। 

ইতিহাস স্পষ্ট দেখিয়ে দিয়েছে রাজা কখনো আইনের অধীন হয় না, হয় না জনগণের অধীন। বড়জোর ক্ষমতার হাতবদল হয়। তবুও আমরা রাজার উপরেই ভরসা করি। আর কত?
রাজাহীন রাজ্য কেন হবে না?

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted