এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার চাতলপাড় ডিগ্রি কলেজের দেবী সরস্বতীর প্রতিমা ভাঙচুর।
বুধবার (২৯।০১।২০২০) ভোরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় ডিগ্রি কলেজে প্রতিমা ভাঙচুরের এ ঘটনা ঘটে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ উক্ত ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং ঘটনা তদন্ত করছেন
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কলেজের গণিত বিভাগের শিক্ষক সুরঞ্জিত দাস ও কম্পিউটার সাইন্সের নরেন্দ্র সূত্রধর প্রতিমা রাখার রুমে ঢুকে দেখতে পান প্রতিমার মাথা ভাঙ্গা। বিষয়টি সঙ্গে সঙ্গে কলেজের অধ্যক্ষকে জানালে কলেজ কর্তৃপক্ষ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা প্রতিমা সংরক্ষণ করে একটি আলাদা রুমে তালাবদ্ধ করে রাখেন।)
সুরঞ্জিত দাস বলেন, শিক্ষার্থীরা বুধবার রাত ১১টা পর্যন্ত প্রতিমা সাজিয়ে রেখে চলে যায়। ভোররাতে পূজার্চ্চনার জন্য প্রস্তুতি নিতে এসে দেখতে পাই প্রতিমা ভাঙ্গা।
চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওমর আলী সমকালকে জানান, বিষয়টি নিয়ে আমরা খুবই মর্মাহত। খবর পাওয়ার পরপর আমরা সংশ্লিষ্ট সকলে অবহিত করেছি এবং দ্রুত সময়ের মধ্যে নতুন প্রতিমা এনে পূজার কাজ শুরু করা হয়েছে।
চাতলপাড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার বলেন, পূজা শেষে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আবারো সরস্বতী প্রতিমা ভাঙ্গার বিষয়ে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমানের সঙ্গে কথা বলেছেন সাজিদুর রহমা বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ কে বলেন অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে .
This time, the idol of the goddess Saraswati of Chatalpara Degree College at Nasirnagar Upazila in Brahmanbaria district was vandalized.
Bangladesh Minority Watch strongly condemned the incident and is investigating the matter.
The incident took place on Wednesday morning at Chatalpara Degree College of Chatalpara Union upazila.
According to sources in the college, Suranjit Das, a teacher of the college's mathematics department and Narendra Sutradhar of computer science, entered the idol room and found the statue broken and desecrated Immediately after reporting the matter to the college principal, the college authorities informed the local UP chairman and police administration. Police later went to the scene and stored the broken idol and locked it in a separate room.
Suranjit Das said the students left the idol till 8pm on Wednesday. Early in the morning, I came to prepare for the worship, and I saw a broken image.
Chatalpara Degree College Principal. Omar Ali told Samakal, "We are very sad about the issue. After receiving the news, we have notified all concerned and within a short time the work of worshiping the new idol has been started.
Ranjan Kumar, officer-in-charge of Chatalpara police outpost, said that after the worship, action will be taken after investigation.
Bangladesh Minority Watch President Advocate Rabindra Ghosh has spoken to Acting Officer Md.Sajidur Rahman about breaking the Saraswati idol at Nasirnagar in Brahmanbaria Md. Sajedur Rahman told Bangladesh Minority Watch that the culprits will be arrested immediately.
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................