বিকৃত ইতিহাসে স্বর্ণপূর্ণ যে জাতি।

Abul Khayer

প্রাচীন ভারতীয় সমাজের সামাজিকগণ 'আর্য' অর্থ ভদ্রে বোঝাতো। এটি সম্বোধন মাত্র। কোন সংস্কৃতবান নাগরিককে সম্বোধন করা। যেমন, ওহে আর্যে, (ভদ্রে) আপনার নিবাস কোথায়?

কিন্তু জরথুস্ত্রের ভাবশিষ্য বা উম্মত বিশিষ্ট নৈরাজ্যবাদী দার্শনিক ফ্রেডারিক নিৎসে'র কুখ্যাত 'শ্রেষ্ঠ জাতিতত্ত্ব' অবলম্বনে ব্রিটিশ বর্ণবাদী রাজনীতিক চেম্বারলিন ও তার জার্মান দোসররা নিকৃষ্ট বর্ণবাদী দৃষ্টিভঙ্গীতে 'আর্য' শব্দটির অপব্যাখ্যা করে মিলিয়ন ডলার খরচা করে রাশি রাশি গ্রন্থ রচনা করে ভারতীয় ইতিহাস চর্চার বারোটা বাজিয়ে ছেড়েছে।

পরিস্থিতি এমন করে রেখেছে, যে কোন ইতিহাসবিদের বই পড়লে মনে হবে ভারতবর্ষে সভ্যতা বাইরে থেকে আমদানীকৃত, যেন এখানকার অধিবাসীগণ কখনোই সভ্য ছিল না! বহিরাগতরাই এদেশীয়দের সভ্য করেছে!

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted