*পাছায় ফোঁড়া ও ফেসবুক*
ওয়ারা ফেবু সেলেব হওয়াও যে কি জ্বালা মাইরি :
একজন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন “পাছায় ফোঁড়া হয়েছে, খুব কষ্ট পাচ্ছি।”
স্ট্যাটাস দেওয়ামাত্র গোটা ত্রিশ লাইক, তার পরে শুরু হল কমেন্টসঃ
১) একটা, না দুটো! আহা খুব কষ্ট হচ্ছে, না? ইসস, একদম চিৎ হয়ে শুয়ে থাকবেন না, উপুড় হয়ে শোবেন।
২) দাদা কোনদিকের পাছায়, বাঁ না ডান দিক, সেটা পরিস্কার করে লিখুন, না হলে বুঝতে পারছি না; বড্ড চিন্তা হচ্ছে।
৩) ভগবানের কাছে প্রার্থনা করি আপনার পাছার ফোঁড়ার যেন তাড়াতাড়ি মুখ হয়ে যায়। আপনাকে দেখে এতো কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আমার পাছাতেই হয়েছে।
৪) দাদা ফোঁড়া সহ পাছার একটা ছবি দেবেন তো! বুঝতে পারছি না, চিন্তা হচ্ছে। যতো তাড়াতাড়ি হয় ফোঁড়ার সেলফী দিন।
৫) কবে থেকে হয়েছে! কতো বড় হয়েছে! লাল হয়েছে! কি রকম লাল! কালচে, না ব্লাড রেড! আচ্ছা এশিয়ান পেইন্টসের ক্যাটালগ থেকে শুধু রঙ্গের শেড নাম্বার বলুন, বাকি আমি দেখে নিচ্ছি।
৬) ডাক্তার দেখিয়েছেন! আমার মাসিশাশুড়ির পিসেমশাইয়ের ছোট ভাগ্নিজামাইয়ের পাছায় কতো বড় ফোঁড়া হয়েছিল। ডাক্তার বলেছিল দু বেলা সেঁক দিতে, আপনিও দিয়ে দেখুন,ঠিক হয়ে যাবেন, ভালো থাকবেন।
৭) দাদা আমি দেখতে যাবো, কিছু নিয়ে যাবো!
৮) ভগবান ভালো লোকদের কেন এতো কষ্ট দেয় কে জানে!
৯) দাদা টাইট কিছু পরবেন না, পারলে লুঙ্গি পরবেন। আরও ভালো হয় যদি কিছু না পরে থাকেন।
১০) ফোঁড়া! ইসস্ সো কিউট, বাট আই ডোন্ট লাইক ব্যাথা-ফ্যাথা!
১১) ব্যাথা কখন হচ্ছে দাদা, দিনে না রাতে! আর হলেও কতক্ষণ থাকছে, ডিটেইলসে পোস্ট দিন।
১২) গুগুল থেকে একটা ফোঁড়া নিয়ে লিঙ্ক দিলাম, দেখে নিন, কিছু হেল্প হতে পারে।
১৩) দাদা জানেন আপনি খুব ভালো বলে একটা পাছায় হয়েছে। ভাবুন তো, দুটো পাছায় হলে কি হত!
১৪) দাদা আপনি যে এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার অভিজ্ঞতা নিয়ে একটা কবিতা বা গল্প লিখুন।
১৫) পরের স্ট্যাটাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবো।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................