৭০ হাজার বছর আগে পৃথিবীতে সম্ভবত ৬ রকমের মানব ঘুরে বেড়াত।

৭০ হাজার বছর আগে পৃথিবীতে সম্ভবত ৬ রকমের মানব ঘুরে বেড়াত। এরা হল- আধুনিক মানুষ (Homo sapiens), নিয়েন্ডারথ্যাল ( Neandarthal) , ডেনিসোভান (Denisovan), বামন মানুষ (Homo floresiensis), Homo luzonensis ও সম্ভবত Homo erectus।



ওই সময়টা খুব তাৎপর্যপূর্ণ। কারণ একদল আধুনিক মানুষ বা Homo sapiens তখন সবে আফ্রিকা থেকে বেরিয়ে এশিয়াতে পদার্পন করেছে। তখনও মানুষ যায় নি অস্ট্রেলিয়া বা ইউরোপে। আর আমেরিকাতে সে গেছে মাত্র ১৬ হাজার বছর আগে।

· নিয়েন্ডারথ্যাল-রা দীর্ঘকাল ধরে ইউরোপে বাস করেছে। মধ্য ও পশ্চিম এশিয়াতে থেকেছে। চলে গিয়েছে রাশিয়ার উত্তরে সাইবেরিয়া পর্যন্ত।

· ডেনিসোভানরা উত্তরে সাইবেরিয়া থেকে দক্ষিণে সম্ভবত নিউগিনি পর্যন্ত বিচরণ করেছে।

· এক বামন মানুষের কথা বলি। এরা থাকত এশিয়ার দক্ষিণ-পূর্ব দিকে, ইন্দোনেশিয়ায়। এদের বলে Homo floresiensis বা ফ্লোরেস ম্যান। এরা ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে বাস করত মাত্র ১৮ হাজার বছর আগে পর্যন্ত ।

· একই রকম বামন মানুষ থাকত ফিলিপিন্সে, এদের শারীরিক গঠন আধুনিক মানুষের থেকে ছোট, দৈর্ঘ্য ৪ ফুটের কম। ওদের নাম দেওয়া হয়েছে Homo luzonensis।

· Homo erectus-রা সম্ভবত ৫০ হাজার বছর আগেও বেঁচে ছিল ইন্দোনেশিয়া। তবে এই নিয়ে কিছু বিবাদ আছে। আরেকদল প্রত্নতত্ত্ববিদ মনে করেন ওরা লুপ্ত হয়ে গেছে আরও আগে।

সে যাহোক, আমার প্রশ্ন, যখন এই ভিন্ন মানবদের দেখা সাক্ষাৎ হত তখন কেমন করে ওরা পরস্পরকে গ্রহণ করত? কি মনে হয় আপনাদের?

References-

1. Indriati, Etty, et.al., ‘The Age of the 20 Meter Solo River Terrace, Java, Indonesia and the Survival of Homo erectus in Asia’: Plos One, June 29, 2011

2. David Reich, ‘Who we are and how we got here’: Oxford University Press, 2019

3. Price Michael, Ancient DNA puts a face on the mysterious Denisovans, extinct cousins of Neanderthals’: Scince, Sep. 19, 2019

4.Stringer, Chris, ‘The origin and evolution of Homo sapiens’: The Royal Society Publishing, 05 July 2016

Madhusree Bandyopadhyay
04/02/2020

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted