আম্বেদকর_ও_RSS_এর_সম্পর্ক।

#আম্বেদকর_ও_RSS_এর_সম্পর্ক

বি আর আম্বেদকর সর্বপ্রথম ১৯৩৯ সালে রাষ্ট্রীয় সয়ংসেবক সংঘের প্রধান কার্যালয় মহারাষ্ট্রের নাগপুর শহরের রেশমবাগে যান দৈনিক শাখা পর্যবেক্ষন করতে। সেখানে তিনি সর্বজাতির লোকেরা একসঙ্গে দেশ ও ধর্ম বাঁচানোর জন্য নিরলশ প্রচেষ্টা করছে দেখে খুবই খুশি হন এবং সর্বসমক্ষে RSS -এর প্রশংসাও করেন। এইখান থেকেই RSS এবং আম্বেদকরের সম্পর্কের সূত্রপাত হয়। 

তারপর ১৯৫২ সালের ভারতের প্রথম  সাধারণ নির্বাচনে আম্বেদকরের রাজনৈতিক দল "সিডিউল কাস্ট ফেডারেশন" এবং RSS -এর তৎকালীন রাজনৈতিক শাখা "ভারতীয় জনসংঘ" -এর মধ্যে নির্বাচনের আগেই জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত হয়। 

বি আর আম্বেদকর "বামপন্থা" এবং "ভারত ভাগ" এই দুটি বিষয় RSS -এর মতের সঙ্গে সম্পূর্নরুপে সহমত পোষণ করতেন। 

বি আর আম্বেদকর নির্বাচনে নিজের "ইলেকশন এজেন্ট" হিসেবে একজন আজীবন সয়ংসেবককে নিয়োগ করেছিলেন। যার নাম ছিল দত্তপন্থ থেনগারি। তিনি একজন মরাঠী ব্রাহ্মণ ছিলেন। তবুও তিনি দলিতদের রাজনৈতিক দলে তাকে সামিল করেন। পরবর্তীকালের সেই রাজনৈতিক দলের 'জেনারেল সেক্রেটারি'-ও নিযুক্ত করেন। তিনি তার দলের লোকদের বলতেন - "তোমারা যেদিন থেনগারির থেকে বড় দলিত হয়ে উঠতে পারবে সেদিন তোমারাও ওর মত দলের জেনারেল সেক্রেটারি হতে পারবে।" এর থেকে প্রমাণিত হয় যে তিনি "ব্রাহ্মণবিদ্বেষী" ছিলেন না। অবশ্যই বলা যায় সয়ংসেবক থেনগারিকে উনি যদি বিশ্বাস না করতেন তবে এত কিছু ওকে দিতেন না। 

তথ্যসূত্রের লিঙ্ক :-
https://theprint.in/opinion/ambedkar-appointed-rss-man-as-his-election-agent-thats-how-close-the-two-were/407030/?amp&__twitter_impression=true

✍️ সুচেতনা বাগচী

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted