"ঋষি ভরদ্বাজের বিমান শাস্ত্র"
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ
ঋষি ভরদ্বাজের "বিমান শাস্ত্র' নামে একটি শাস্ত্র আছে। বিখ্যাত প্রত্নতত্ববিদ এরিখ ভন দানিকেন সেই শাস্ত্রের কথা তার বিখ্যাত বই " দেবতারা কি গ্রহান্তরের মানুষ?( বাংলা অনুবাদ) বইয়ে বলেছেন। সেই শাস্ত্র ব্যাঙ্গালোরে এক প্রাচীন শাস্ত্রের লাইব্রেরীতে আছে। দানিকেন সেই শাস্ত্র একজন বাংগালীকে (দুলাল-- পদবী মনে নেই) সুইৎজারল্যান্ডে তার বাড়িতে নিয়ে গিয়ে সুইস ভাষায় অনুবাদ করেছেন।
দানিকেন সুইৎজারল্যান্ডে র "ইন্টেরলেকেন" এ থাকেন। আমার ৪ বার ওই দেশে ভ্রমনের সময় ভাগ্যক্রমে দানিকেনের সঙ্গে তার বাড়িতে কফি খাবার সুযোগ হয়েছিলো এবং এই "বিমান শাস্ত্র" নিয়ে আলোচনা হয়। তিনি বলেছিলেন, ভারতে (দানিকেন অনেকবার এসেছেন এবং কাশ্মীরের মার্তন্ড্য মন্দির নিয়েও তার লেখা আছে) এমন সব শাস্ত্র আছে, তিনি যদি সংষ্কৃত পড়তে পারতেন তাহলে আরো ভালো করে তার তত্ব বলতে পারতেন যে " এক সময় অন্য গ্রহের প্রানী আমাদের পৃথিবীতে বাস করতো"।
এই নিয়ে দানিকেনের অনেক গুলো বই আছে যা কলেজ স্ট্রীটের দোকানে বোধ হয় এখনো পাওয়া যায়। আমার কাছে সব বাংলা অনুবাদ আছে।
ভরদ্বাজ ঋষির এই 'বিমান শাস্ত্র' থেকে বোঝা যায় রাবন -১ বা রাবন ২ এর সময় উড়োজাহাজ চিলো। সেই পুষ্পক রখে করে শ্রী রাম চন্দ্র অযোধ্যায় ফিরে আসেন। ঊপর থেকে নীচে অবতরন করার অপুর্ব বর্ননা ঋষি বাল্মিকী রামায়নে করেছেন। পড়ে দেখবেন।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................