প্রতি ৫ বছরে মুসলিম ভোটার ২.৭% করে বাড়ছে। উল্লাসকে দীর্ঘস্থায়ী করতে ভবিষ্যত দ্রষ্টা হতে শিখুন।

বিহারের নির্বাচনে মুসলিম অধ্যুষিত জেলা গুলিতে বিশেষ করে কিষানগঞ্জ,আরারিয়ার,কাটিয়ার,পূর্ণীয়ার মতো জায়গায় আসাউদ্দিন ওবেসির মিমের ভোট কাটার খেলায় এনডিএর সুবিধা হওয়াতে যারা যারপরনাই উল্লসিত তারা একটু উল্লাস কাটিয়ে বাস্তবে ফিরে আসুন।

গতকাল বিহার বিধানসভা নির্বাচন ফলাফলে সম্ভবত ৫ টি সিট পেয়েছে মিম।আরো বেশ কিছু সিটে মুসলিম ভোট কেটে মহাজোটের পরাজয় ও এনডিএর জয়কে নিশ্চিত করেছে।এ পর্যন্ত ঠিকই আছে। কিন্তু যদি ফলাফলটা সামান্য এদিক ওদিক হতো,যদি এনডিএ ৫-৭ টা কম আর মহাজোট ৫-৭ টা বেশি পেতো তখন আপনারা যারা উল্লাসে নৃত্য করছেন, ভেবেছেন কি হতে পারতো? তখন সরকার গঠনের মূল কারিগর হতো ঐ ৫-৭ টি সিট পাওয়া অসিউদ্দিন ওবেসি।আর তাতেই বিহারের গঠিত সরকার কে তার ঘোষিত ইসলামিক এজেন্ডায় বাঁদর নাচ-নাচিয়ে ছাড়তো।

আপনারা বলবেন ওসব যখন হয়নি ওতোসতো ভেবে লাভ নেই। ঠিক কথা, তবে আজ হয়নি বলে আগামি দিনে হবেনা এমন তো নয়,বরং বলা ভালো নিশ্চিত হবে,সারা ভারতবর্ষ জুড়েই হবে,আর তার প্রকট রূপ দেখা দেবে এই রাজ্যেই, তখন ওসব হয়নি বলে এড়িয়ে যেতে পারবেন না আর উল্লাসের উজ্জ্বলতাও ম্লান হয়ে যাবে।

তাই সাধু সাবধান। প্রতি ৫ বছরে মুসলিম ভোটার ২.৭% করে বাড়ছে। উল্লাসকে দীর্ঘস্থায়ী করতে ভবিষ্যত দ্রষ্টা হতে শিখুন।

শুভ কামনা রইল।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted