'হেফাজত ইসলাম বাংলাদেশে নামাজ কায়েম করতে চায়' কথাটার মানে হচ্ছে সবাইকে নামাজ পড়া বাধ্যতামূলক করতে চায় হেফাজত ইসলাম।
ইসলামে জাকাত আদায় ও নামাজ কায়েম করতে বলা হয়েছে। মানে জাকাত আদায় করে নিতে হবে। আবু বকরের সময়ে জাকাত দিতে অস্বীকার করায় আবু বকর মুরতাদদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে ছিলেন। ওমর নিজের ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছিল মদ পান করার কারণে। ওমর এখানে ইসলাম কায়েম করেছিল। ইসলাম কিন্তু ঠিকই বলেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে। এবং কারোর উপর ইসলাম চাপিয়ে না দিতে। এটা অমুসলিমদের জন্য। যেমন নামাজের সময় সমস্ত দোকানপাট বন্ধ করে মুসলমানরা মসজিদে নামাজ পড়তে চলে যাবে। বাচ্চাদের চকলেটের লোভ দেখিয়ে নামাজে আনতে হবে। যুবকদের প্রয়োজনে প্রহার করতে হবে নামাজের জন্য। ইসলাম সহজ জিনিস না ভাইজান। ইসলামে মদ নিষিদ্ধ মানে এই না এটা খাইলে আল্লায় মরনের পরে দোররা মারব তাই কে খাইল না খাইল সেটা আল্লার উপর ছেড়ে দিলেন। ইসলাম বলে মদের দোকান হামলা করে বন্ধ কর। সিনেমা হল, ললিতকলা, চিত্রপ্রদর্শনী, মূর্তি, ভাস্কর্য খালি পাপ এটা জেনে বসে থাকলে হবে না। এগুলো নির্মূল করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এখানেই ইসলাম আর অন্য ধর্মের মধ্যে পার্থক্য।
হুঁ হুঁ বাবা, ইসলাম এত সহজ জিনিস না! এ কারণে মুখে মুখে ইসলাম প্রেমি সাজা মুসলমান যখন সত্যিকারের ইসলাম কায়েম হয় তখন সেই জায়গা ছেড়ে পালায়! ইসলামের ভার নেয়া এত সহজ নয়! হেফাজত ইসলাম যা বলছে সেটাকে মুনাফেক মুসলমানরা মানতে চাইবে না। তারা ইসলামকে যেরকম দাতব্য প্রতিষ্ঠান মনে করে এসেছে সত্যিকারের ইসলাম কায়েমের ইসলাম জানলে সেটা মানতে চায় না। এরাই বলে শফি ইসলামের অপব্যাখ্যা করছে! বাবুনগরী ইসলাম বুঝে না! আরে ব্যাটা ইসলাম এরা দশ বারো বছর ধরে একাডেমিকভাবে স্টাডি করে মুফতি মাওলানা হয়েছে। তোমার মত হুইন্না মুসলমান না!
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................