১২০০০ বছর আগের সনাতনী বংশ l

১২০০০ বছর আগের সনাতনী বংশ
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ 

যে বংশ তালিকা অনুসরন করে আমরা বৈদিক রাজ বংশের সুচনা লিখতে বসেছি সেটা হলো ৯০০০ থেকে ১২০০০ বছর আগের থেকে শুরু । তার ও আগের কথা বা বংশ পরিচয় এই তালিকা ভুক্ত আছে। 

মোটা মুটি ভাবে দেখা যাচ্ছে সেই বংশ পরিচ দুই ভাগে বিভক্ত। 
রাজা দক্ষ- প্রথম ভাগ শুরু হয়েছে- রাজা দক্ষ থেকে। এই রাজা দক্ষ কে তা বোঝা মুশকিল। আমরা এক দক্ষ রাজার কথা জানি, যিনি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে তিনি মহাদেব শিবকে নিমন্ত্রন করেন নি এবং যজ্ঞ সভায় শিবের নিন্দা করেন । ‘সতী’ যিনি রাজা দক্ষের কন্যা ছিলেন এবং শিবের স্ত্রী ছিলেন, তিনি পতি নিন্দা সইতে না পেরে দেহত্যাগ করেন। শিব প্রচন্ড রেগে যান এবং রাজা দক্ষের যজ্ঞ লন্ড ভন্ড করেন। তারপর সতীর দেহ ৫১ টি খন্ড করে সারা ভারতে ছড়িয়ে দেন। তার দেহের এক এক অংশ যেখানে পড়ে ছিলো সেই সমস্ত জায়গায় এক একটি ‘সতীপীঠ’ তৈরী হয়েছে। 

সেই রাজা দক্ষের প্রাসাদের ভগ্ন স্তুপ হরিদ্বার থেকে কিছু দূরে ‘কংখল’ নামে জায়গায় আছে। একটি দেওয়াল এখনো দাঁড়িয়ে আছে। তার অদুরেই গঙ্গা নদীর একটি ধারা আছে। সেই ধারাটি নাকি আসল গঙ্গা ছিলো , যা কিনা এখন অনেক দূরে সরে গেছে হরিদ্বারে। একথা মানা যায় গঙ্গার গতি পথ বেশ কয়েক কি মি দূরে সরে যেতে বেশ কয়েক হাজার বছর লেগেছে। যমুনা নদীও তার আগের গতিপথ পালটেছে। মথুরা এবং গোকুল যমুনার দুই দিকে ছিলো। আজ তা এক দিকে আছে। 

এই বংশ তালিকায় একজন রাজা দক্ষের উল্লেখ আছে। তাহলে ধরে নিতে হয় ইনিই সেই রাজা দক্ষ। শিবের শশুর। কিন্তু মুশকিল হলো রাজা দক্ষের ‘সতী’ নামে কোনো মেয়ের নাম উল্লেখ নেই। তার ১৩ জন মেয়ের নাম কাদ্রু, অদিতি, প্রধা,কপিলা, ভীস্বা, মুনি, ভিনিতা, দিতি দানু, দানায়ু,কলা, ক্রোধ, সিনহিকা। প্রশ্ন তাহলে ‘সতী’ কে? 

যাই হোক, রাজা দক্ষ থেকেই সনাতনী বংশ শুরু হয়নি। তার বংশ শুরু হয় রাজা ‘বারহী’ থেকে। তার পুত্র ‘প্রচেত’। এই প্রচেত দের সবাইকে ‘প্রচেতা’ বলেই জানা যায়। রাজা দক্ষ এই রকম এক প্রচেতা প্রজন্ম। তার ১৩ টি মেয়ে।  রাজা দক্ষ কতো প্রজন্ম পরে তাও কিছু লিখিত নেই। সুতরাং রাজা দক্ষের পুর্ব পুরুষ ‘বারহী’ র সময় কতো আগে তা জানার উপায় নেই। তবে ১২০০০ বছরের আগে। 
******

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted