কোনো আন্দোলনকে বুঝতে হলে চারটি বিষয় বুঝতে হয় প্রাথমিকভাবে।

*এটা আপনার পড়া প্রয়োজন।*

_*○○কৃষক_আন্দোলন○○*_

কোনো আন্দোলনকে বুঝতে হলে চারটি বিষয় বুঝতে হয় প্রাথমিকভাবে। *(১)* আন্দোলন কারা করছে? *(২)* মূল দাবী কী? *(৩)* রণকৌশশ কী? *(৪)* আন্দোলনের কোনো বৈশিষ্ট্য আছে?
    এবার বিশ্লেষণ করা যাক বর্তমান কৃষক বিক্ষোভ আন্দোলনকে।
*(১) আন্দোলনকারী মূলত পাঞ্জাব ও হরিয়ানার এবং সাথে পশ্চিম উঃপ্রদেশের কিছু গোষ্ঠী।*


 
দেশে অন্য কোথাও এই আন্দোলন নেই। কাশ্মীর থেকে তেলেঙ্গানা, আসাম থেকে গুজরাট, কোনো রাজ্যের কৃষক প্রতীকী আন্দোলনও করেনি।
*(২) দাবী কেন্দ্রে নতুন কৃষি বিল প্রত্যাহার করতে হবে।* কিন্তু ঐ বিলের কোন্ অংশে তাদের আপত্তি এটা নেতারা প্রকাশ্যে বলছেন না। সদস্যরা বলছেন, ফসলের  সর্বনিম্ন সংগ্রহ মূল্য এবং মণ্ডিতে ফসল বিক্রি করতে দিতে হবে। কিন্তু এই দুটি তো দেওয়া আছে নতুন বিলে। বরং অতিরিক্ত এক অধিকার দেওয়া হয়েছে যে কৃষকেরা ইচ্ছা করলে ফসল মণ্ডির বাইরে যে-কাউকে বিক্রি করতে পারে। 
*(৩) বিক্ষোভের রণকৌশল* কৃষকেরা দিল্লিতে এসে রাজধানীকে ঘেরাও করছে ৫দিক থেকে।  শহরে ঢোকা ও বাইরে যাওয়া থেকে বিরত করতে চাইছে মানুষদের। সরকারের সাথে আলোচনা চললেও কৃষকদের দাবী ঐ বিল ফেরত নিতে হবে।
*(৪)বৈশিষ্ট্যঃ* >>●এই আন্দোলনকে অরাজনৈতিক বলে কৃষকেরা দাবী করলেও মঞ্চে কম্যুনিস্ট নেতাদের দেখা গেছে।
>>●খালিস্তানবাদী, নকশালবাদী, উগ্র কাশ্মীরি নেতা, শাহীনবাগ নেতা ও কর্মী, এদের দেখা গেছে বিক্ষুব্ধ কৃষকদের সাথে। তাছাড়া কংগ্রেস সহ   কয়েকটি রাজনৈতিক পার্টির সমর্থন ও সাহায্য রয়েছে এতে। কিছু মুসলিম গ্রুপও সাহায্য করছে খেতে দিয়ে।
>>●শাহীনবাগ ধরণে এই আন্দোলন গড়ে তোলার চেষ্টা হচ্ছে আরো বড় আকারে।

কতগুলি বিষয়ে প্রশ্ন ওঠে আন্দোলন নিয়ে।
●নতুন বিলে এমন কিছু নেই যা কৃষক-বিরোধী।
●সারা দেশের কৃষকেরা এই আন্দোলনে নেই কেন?
●বিচ্ছিন্নতাবাদীরা কি আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছে ? 
●এই সময়ে কৃষকেরা ফসলের ব্যাপারে ব্যস্ত থাকেন। রবি শস্য কাটা ও বিক্রি করা, জমি তৈরি করে শীতকালীন সবজি রোপন। অথচ আন্দোলনে আসা কৃষকেরা বলছেন যে চার মাসের খাওয়া নিয়ে তারা দিল্লিতে বিক্ষোভ করতে এসেছেন। প্রশ্ন ওঠে, তাহলে শীতকালীন চাষ কি তারা করবেন না?
●এই আন্দোলন কী মণ্ডিগুলির মালিকদের স্বার্থে? এতদিন তারা ফসল কেনার ব্যাপারে যে একচেটিয়া সুবিধে পেতেন, নতুন বিলে তা থাকছে না, কৃষকদের স্বাধীনতা দেওয়া হয়েছে ফসল বিক্রিতে। এজন্য কী সাধারণ কৃষকদের ভুল বুঝিয়ে তাদেরকে সামনে রেখে ধনী ব্যবসায়ীরা পেছন থেকে আন্দোলন  চালাচ্ছে?
●আর্থিক অবস্থা যখন করোনার পর ভাল হতে শুরু করেছে, GDP -23.9 থেকে -2 হয়েছে, রাজস্ব ইত্যাদির নিম্নমুখী গতি বন্ধ করা গেছে, বিদেশী নিবেশ বাড়ছে, বিদেশী কোম্পানিগুলি ভারতে আসছে, এবং বিশ্ব আর্থিক সংস্থাগুলি যখন ভারত সম্বন্ধে আশাবাদী হয়ে উঠছে, তখন এমন আন্দোলনের পেছনে কোনো বহিঃশক্তি ও আভ্যন্তরীণ  কোনো লবী কাজ করছে না তো?  
●শাহীনবাগ ও পরবর্তী দাঙ্গা কি হিন্দু মুসলমান বিভেদের জন্য এবং এই কৃষক আন্দোলন হিন্দু শিখের মধ্যে বিভেদের জন্য করার চেষ্টা করছে দেশের চীন লবী? এই লবী কিভাবে দেশে অস্থিরতা আনার চেষ্টা করে সে-বিষয়ে আমরা আগের এক লেখায় আলোচনা করেছি।
●নির্বাচনী ফলাফল, বিশেষত বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট, কী বিরোধী কিছু পার্টিকে হতাশ করেছে? তারা বুঝতে পারছে যে বিজেপি ও মোদীকে বাধা দেওয়া যাবেনা! এজন্যই কী কৃষকদের সামনে রেখে তারা খেলছে?


0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted