আধুনিক যুগের বিকল্প উপাস্য ও উপাসনালয়

আধুনিক যুগের বিকল্প উপাস্য ও উপাসনালয়

ব্যক্তির প্রধানতম আবেগ বা ধ্যান-জ্ঞান অথবা অবসেশন যার জন্য সে বেঁচে থাকে সেটাই তার দেবতা, ঈশ্বর, ইলাহ বা উপাস্য। 

আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে অনেকে আল্লাহ ছাড়া অন্য কাউকে বা কিছুকে আল্লাহর সমান বানিয়ে নেয়। তারা এদের বা এসবকে আল্লাহকে যেমন ভালবাসার কথা তেমন ভালবাসে।’ (সুরা আল-বাকারা, ১৬৫)

আধুনিক যুগের মানুষ আল্লাহর পরিবর্তে যে সকল বিকল্পের উপাসনা করতে পারে বা করছে সেগুলোর মধ্যে কয়েকটি হলো: শক্তি, ক্ষমতা, লাভ-মুনাফা, লোভ-লালসা, স্বার্থ, সম্পদ, খ্যাতি, স্বীকৃতি, পদ-পদবি, সাফল্য, সুখ, ক্যারিয়ার, চাকুরি, শিল্প, সাহিত্য, সঙ্গীত, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, অহং, কামনা, স্বপ্ন, ধারণা, মায়া, বিভ্রম, মানুষ(পীর, নেতা, বস), মূল্যবান বস্তু(বাড়ি, গাড়ি ইত্যাদি), জাতি, জাতিরাষ্ট্র, পরিবার, বংশধর, জীবন, প্রকৃতি, প্রাকৃতিক ঘটনা, মানবজাতি ইত্যাদি। 

আল্লাহ এ সম্পর্কে বলেছেন: ‘আপনি কি তাকে দেখেছেন যে তার নিজের অসার কামনা-বাসনাকে উপাস্যরূপে গ্রহণ করেছে? আল্লাহ তা জেনে তাকে বিপথগামী হতে দিয়েছেন এবং তার শ্রবণ ও অন্তরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ ছাড়া কে তাকে সুপথে চালাবে? তবু কি তোমরা স্মরণ করবে না?' (আল-জাসিয়াহ, ২৩, আল-কোরআন)

আধুনিক পশ্চিম-প্রভাবিত বিশ্ব সভ্যতার শেকড় নিহিত অতিবস্তুবাদী এবং অনাধ্যাত্মিক বিশ্ববীক্ষায়। এর রয়েছে নিজস্ব ঈশ্বর, দেবদেবী এবং মূর্তি-প্রতিমা-বিগ্রহের অন্তহীন সমারোহ, যার সবগুলোই একটি ধারণা এবং সর্বাধিক আকর্ষণীয় বাস্তবতা এবং বৈষয়িক স্বার্থ, উচ্চাকাঙ্ক্ষা ও সামগ্রিকভাবে জাগতিক কল্যাণ হিসাবে মানুষকে ঘিরে আবর্তিত হতে থাকে। বিজ্ঞান ও প্রযুক্তি এ ক্ষেত্রে বৈধতার মানদণ্ড হিসেবে কাজ করে। 

ভোগবাদী সভ্যতার নয়া মসজিদ, মন্দির,  গির্জা, মঠ, ভজনালয় বা উপাসনালয় হলো: শপিংমল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায় কর্পোরেশন, শেয়ার মার্কেট, ক্যাসিনো, ক্রীড়া কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র, আর্ট সেন্টার, ক্লাব বা বার, বিনোদন কেন্দ্র, ফ্যাশন সেন্টার, মিডিয়া ইত্যাদি।

নিজের অজান্তে অবচেতনে যারা এভাবে পার্থিব বিষয়ের পিছনে ছুটছে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ‘তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে।  বৈষয়িক অর্জন এবং যাদের তারা নিজেদের রক্ষক বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করেছে তারা তাদের কোনো কাজে আসবে না। তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি। ( সুরা আল-জাসিয়াহ্, ১০)

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted