অনেকেই জানতে চেয়েছিলেন,
শিবলিঙ্গ কি? এটা কি শিবের যৌনাংগ? এই পুজো অথবা ব্রত কেন করা হয়? আর যুবতী মেয়েরা নাকি বরের আশায় করে? তবে ছেলেরা কেন করে? আর এটাকি কোন সেক্সুয়াল বিষয় এর জন্য?
প্রথমেই একটা কথা বলতে চাই,
কোন বিষয় সম্পরকে অভিমত কিংবা মতামত দেওয়ার পূর্বে সেটা সম্পরকে আপনার বেশ স্পষ্ট ধারনা থাকতে হবে এবং তা নিয়ে আপনার বেশ পড়াশোনা থাকতে হবে। না জেনে না বুঝে আপনি কোন বিষয়েই মতামত দিতে পারেন নাহ।
যাই হোক উত্তরে আসি,
শিবলিঙ্গ এটি একটি সংস্কৃত শব্দ। যার বাংলা অর্থ শিব=মংগল বা শান্তি, লিঙ্গ = প্রতীক বা, চিহ্ন। অনুবাদ করলে দাঁড়ায়, মংগল বা শান্তির প্রতীক বা, চিহ্ন। লিঙ্গ এর ইংরেজি শব্দ Gender/Sex. এটা মূলত লিঙ্গ নির্ধারণ করার জন্য একটি শব্দ বিশেষ। এটা কোন একক লিঙ্গ অথবা পুরুষের যৌনাঙ্গ অথবা কোন নারীর যোনিকে বোঝায় না।
এটা কোন কুরুচিপূর্ণ কথা বা অন্য খারাপ কিছু এখানে বুঝানো হয়নি। বাংলা ব্যাকরণ যারা পড়েছে, তারা আমার কথা গুলো অতি সহজেই বুঝবে। কিন্ত যারা পড়েনি, তারা আমার কথাগুলো হয়তো অতি সহজে বুঝবে নাহ। কোন শব্দ সম্পর্কে স্পষ্ট ধারনা নিতে আমাদের শুদ্ধ ব্যাকরণ এর সহয়তা নিতে হবে।
কোন বিষয়ে সঠিক তথ্য জানতে, সেই বিষয়ের উপর পড়াশোনা ও গবেষণার প্রয়োজন হয়। আপনার চিন্তা-ভাবনা কিংবা আপনার আঞ্চলিক দৃষ্টিকোনের উপর সেটার সত্যতা নির্ভর করেনা। ধরুন, আপনার আঞ্চলিক দৃষ্টিকোন মতে মাগী মানে হলো একটি গালি। কিন্ত শুদ্ধ বাংলা ব্যাকরণ বলে, মাগী স্ত্রীবাচক শব্দ ও তার বিপরীত পুরুষবাচক শব্দ মরদ। আর যাদের যৌনশক্তি অধিক পরিমানে শক্তিশালী তাদেরই এই নামে সম্বোধন করা হয়। এটা একপ্রকার সম্মানের! কিন্ত আমরা এটা গালি হিসেবেই চিনি। তাই আমাদের চিন্তা-ভাবনার উপর শব্দের শুদ্ধতা নির্ভর করেনা।
যাই হোক এখন আসি মুল কথায়,
যাদের লিঙ্গ শব্দ শুনলেই মনে হয়, সেক্সুয়াল কোন বিষয়। তাদের চিন্তাভাবনাও আসলে তার আঞ্চলিক দৃষ্টিকোনের প্রভাবমাত্র। ডাক্তার সহ নানা ধরনের পেসক্রিপশনে লেখা থাকে Sex! এর মানে কিন্ত এই নয় যে, ফিজিক্যালি রিলেশন অথবা যৌনসংগম। সেটা আপনার লিঙ্গ নির্ধারণ এর জন্য ব্যবহৃত হয়েছে। এটা আপনার Gender এর পরিচিতি, এছাড়া অন্যকিছু নয়।
যে এই শব্দটি শুনে মনে করেন, যে এটা কুরুচিপূর্ণ শব্দ অথবা কুরুচিপূর্ণ কিছু! হয়তো সে তার আঞ্চলিক দৃষ্টিকোনের দ্বারা প্রভাবিত। আর শারীরিক সম্পর্ক ও কোন খারাপ অথবা অপবিত্র কিছু নয়। আর এটা যদি অপবিত্রই হতো, তবে আমরা সকলেই এই পাপের ফসল। শারীরিক সম্পর্ক অতি পবিত্র এবং সুন্দর একটি বিষয়। এটা বৈধ এবং সামাজিক জীবনের বড় একটি অংশ। তাই বিষয়গুলো বুঝতে হবে।
আর মহা শিবরাত্রি ব্রত হলো সনাতনধর্মের একটি অন্যতম মহৎ ও পবিত্র ব্রত। এটা পালন করা প্রত্যেকের উচিত। এটা করা হয় মুলত, মানুষ মাত্রই পাপ করে। আর এই পাপ খন্ডনের এর জন্যই জগতে এই ব্রতের আবির্ভাব ঘটে। এই বিষয়ে জানতে আমাদের শিবপুরান পড়তে এবং জানতে হবে। উল্লেখ্য ভাবে, (শিবপুরান/বিদ্যেশ্বরসংহিতা/৪-৯ অধ্যায়) জানতে পারবেন। আরো উল্লেখ্য একটি কাহিনী হলো,
একটি নিকৃষ্টতম চোর ও মহাপাপীও মহা শিবরাত্রি ব্রত পালনের ফলে তার পাপমোচনের কথা উল্লেখিত করা হয়েছে। ইহা পালনে ধরায় শান্তি অব্যাহত থাকার ও নিজের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করা হয়। এখন আপনি যদি আপনার জাগতক মনের কোন ইচ্ছা প্রকাশ করেন এবং সেটার জন্য ব্রত পালন করেন সেটা আলাদা বিষয়। ভগবান আপনার উপর সন্তষ্ট হয়ে, আপনার মনের আশাপূর্নও করতে পারেন।
মুলত মহাব্রত পাপমোচন এর জন্যই করা হয়। আর এটা শুধু মেয়ের জন্য নয়। পাপ যেমন নারী-পুরুষ উভয়ই করে। সেরুপ এটা খন্ডনও উভয়েরই করতে হয়। আর এটা করা উভয়েরই উচিত। এটা কোন নির্দিষ্ট লিঙ্গ এর জন্য নয়। এটা সকলের জন্য। তবে অনেকের মধ্যে ভালো বরের আশায় এটা করা হয়, এই বিষয়টি প্রচলন আছে। এর কারন হয়তোবা, মহাদেব এর মতো স্বামী জগতে দ্বিতীয় আরেকটি নেই। তাই হয়তো তার কৃঞ্চিত গুনের ও আশীর্বাদ প্রাপ্ত বরের জন্য তার ব্রত করে। এইখানে ভক্তের মনের ইচ্ছা থাকতেই পারে। কিন্ত এটাই মুল কারন নয়, এটা ভক্তের ইচ্ছামাত্র।
লেখকঃ Om Saha
আমি একজন সাধারন এবং ক্ষুদ্রজ্ঞান সম্পন্ন মানুষ। তথাপি আমি যতোটুকু জানি তাহার নিমিত্তে আমি আপনাদের জানিয়ে উপকার করার চেষ্টা করেছি। ভুল ও ত্রুটি থাকলে নিজগুনে ক্ষমা করে দিয়েন। আর জ্ঞানচর্চার পথে পথিক হওয়ার জন্য চলুন একসাথেই চলি। ভগবান সকলের সুখ দান করুক, এটাই কামনা।
বিঃদ্রঃ কপির পূর্বে অনুমতি নিন।
প্রতিনিয়ত আরো জানতে চাইলে আমাকে রিকুয়েস্ট দিয়ে যুক্ত থাকতে পারেন। জানুন এবং চিন্তাশক্তি সমৃদ্ধ করুন 🥰🙏ভালোবাসা রইলো 🥰
ধন্যবাদ।
ভালো থাকবেন।
নমস্কার।
হর হর মহাদেব
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................