ভারত ইজরাইলে জিজিয়া কর চালু করে সেখানকার মুসলমানদের আমানত ঘোষণা??

১.
খালাম্মা শোনেন, খালুজানকে আরো তিনটা বিয়ে করান, তারপর ঐ তিন বউয়ের হেড হবেন আপনি। কী একটা মর্যাদা আপনার বেড়ে যাবে চিন্তা করেন?

খালাম্মা চোখ গরম করে বলে, হারামজাদা তুই কি আমার সর্বনাশ চাস? তর খালুর জীবনে সাহস হয় নাই এইসব কথা বলার, সে বললে এতক্ষণে জুতা দিয়া তার মুখ...

আরে আপনে একটু আগে আমারে জান্নাতে যাবার জন্য কি কি করতে বললেন না, খালু আর আপনে জান্নাতে গেলে কিন্তু আপনার কপালে এইসবই আছে, তখন সহ্য করবেন ক্যামনে?

খালাম্মা আর কথা বলতে পারে না। মুখ ভোঁতা হয়ে গেছে।

২.
এলাকার জাকির নায়েক টাইপ বড় ভাই (কোট পরা, টাকনুর উপর প্যান্ট, মাথায় টুপি পরা কর্পোরেট অফিসার) বলল, ইসলাম বিদ্বেষীরা জিজিয়া কর নিয়ে মিথ্যা ছড়ায়। অথচ এই জিজিয়া কর দিয়ে অমুসলিমরা মুসলমান শাসনে শান্তিতে থাকে। তাদেরকে এর বিনিময়ে কোন যুদ্ধে যেতে হয় না। মুসলমানদের কাছে তারা আমানত স্বরূপ, এরকম নিরাপত্তা তারা অমুসলিম দেশেও পায় না...

আমি বললাম ঠিক বলছেন ভাই। ইসলাম বিদ্বেষীরা যদি ইসলামের এই জীবনমুখী সমাধান বুঝত তাহলে তারাও ইসলাম থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশে এটাকে কাজে লাগাতো। যেমন ধরেন ভারত ইজরাইলে জিজিয়া কর চালু করে সেখানকার মুসলমানদের আমানত ঘোষণা করে ফেলত। তাদেরকে সেনাবাহিনীতে নেওয়া হত না। সরকারী কোন কাজে নেওয়া হতো না। তারা কেবল জিজিয়া কর দিয়ে নিরাপত্তা ভোগ করত। কী সন্মান আর আরামের জীবন! ভাই ভারতে যদি মোদী সরকার মুসলমানদের নিয়ে এই রকম ঘোষণা করে দেয় তাহলে খুব ভালো হবে ঠিক না ভাই?

বড় ভাই দেখি হাঁটা দিছে...

17 April 2022

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted