ইহুদিদের নিজেদের একটা মন্দির ছিলো। যা ছিলো তাদের সম্পূর্ণ জাতির প্রতীক। সলোমনের মন্দির। টেম্পল অফ সলোমন। শত্রুরা যখনই চাইতো ইহুদীদের মনে আঘাত দিতে‚ মনোবল ভেঙ্গে দিয়ে তাদের প্রতিরোধ দুর্বল করতে তখন তাদের মন্দিরটা ভেঙ্গে দিতো। দুবার ভাঙ্গা হয়েছিল টেম্পল অফ সলোমন। একবার ভেঙ্গেছিলো ঝুলন্ত উদ্যান খ্যাত নেবুকাডনেজার আরেকবার রোমানরা। অনেকটা ঠিক আমাদের রামমন্দিরের মতোই।
ইহুদীদের নিজেদের একটা দেশ ছিলো। নিজেদের বাড়ি ছিলো‚ পরিবার ছিলো‚ স্বপ্ন ছিলো। সেই দেশ থেকে তাদের তাড়িয়ে দিয়ে শত্রুরা দখল করে নিয়েছিলো ইহুদিদের নিজেদের জমি। একেবারে ঠিক আমাদের পূর্ববঙ্গীয়দের মতোই।
এসব ঘটেছিলো প্রায় ২০০০ বছর আগে। এই ২০০০ বছরে একবারের জন্যও ইহুদীরা ভোলেনি নিজেদের ফেলে আসা দেশকে। প্রতি বছর তারা একটা অনুষ্ঠান করত। অনেকটা আমাদের বিজয়া দশমীর মতো। সেখানে পরষ্পর পরষ্পরকে শুভেচ্ছা জানানো Next year to Jerusalem বলে। অর্থাৎ পরের বছর আমরা জেরুজালেমে যাচ্ছি।
একদিনের‚ এক মূহুর্তের জন্যও আশা ছাড়েনি তারা। অত্যাচারিত হয়েছে‚ বিতাড়িত হয়েছে‚ গনহত্যার মুখোমুখি হয়েছে‚ আরব - ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে তাদের তাড়িয়ে নিয়ে বেড়ানো হয়েছে গরু ছাগলের মতো। তবুও মনের মধ্যে পুষে রেখেছিলো সেই অটল বিশ্বাস! Next year to Jerusalem! নিজেদের সন্তানদের শিখিয়ে গিয়েছিলো তাদের জাতীয় মন্ত্র - Next year to Jerusalem!
আর তারা ফিরে এসেছিলোও। ১৯৪৮ সালে‚ বিতাড়িত হওয়ার প্রায় ২০০০ বছর পর তারা পুনরুদ্ধার করেছিলো নিজেদের ভূমি। ঠিক যেভাবে ৪৯২ বছর পর হিন্দুরা পুনরুদ্ধার করেছে তাদের রামমন্দির‚ তাদের নিজেদের অধিকার ।
ঠিক একইভাবে‚ ইজরায়েলের মতো‚ জেরুজালেমের মতো‚ রামমন্দিরের মতো পূর্ব বাংলার রিফিউজিরাও একদিন পুনরুদ্ধার করে আনবে তাদের ফেলে আসা পিতৃপুরুষের ভূখন্ড‚ তাদের দ্যাশ।
ইহুদিদের মতো আমরাও কি একটা Next year to Dhakka শুরু করতে পারি না?
নিজেরা না পারি‚ আমাদের উত্তরপুরুষদের তো দায়িত্ব দিয়ে যেতেই পারি তাদের নিজেদের জমি উদ্ধারের। তাইনা?
কলমে- Souvik Dutta
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................