নুপুর শনমাক

অত্যন্ত বেদনা নিয়ে লিখছি। নুপুর শরমা ভারতীয় জনতা পার্টির একজন প্রবক্তা। সে প্রায়শই ভারতের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে ইলেকট্রনকি মিডিয়ায় ডিবেটে অংশ নিয়ে থাকে। সম্প্রতি কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদে পাওয়া শিবলিঙ্গ নিয়ে বিতর্ক অনুষ্ঠানে মহাদেবের উপর করা বিপক্ষের অপমান মূলক শব্দ সইতে না পেরে তিনি ধৈর্য্য হারিয়ে মুসলমান সম্প্রদায়কে কোরান ও হাদীস থেকে দুটো লাইন পড়ে শুনানোর ফলে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার আরোপ লাগানো হয়।

এমতাবস্থায় ভারতে বেশ কিছু সহিংস বিক্ষোভ করেছে মুসলমানেরা। পাশাপাশি বিষয়টিকে আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশের পরে ইসলামী অর্গানাইজেশন ওআইসি এবং এরাবিয়ান দেশসহ পাকিস্থান আফগানিস্তান ইরান ভারতের কড়া নিন্দা করেছে সেই সাথে ক্ষমা চাওয়ার জন্য বলেছে।
এরপরে বিজেপি নুপুর শর্মাকে ৬ বছরের জন্য পার্টি থেকে বহিষ্কার করেছে। অন্যদিকে দেখা যাচ্ছে কুয়েত ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে।

এখন কথা হলো, এখানে ভারত কেন চুপ? ভারত তো ইদানীং দেখা যাচ্ছে কারও কথায় তোয়াক্কা না করে চলছে তাহলে এখানে!

প্রথমে বলতে হয়, সংখ্যার বিচার। দেখুন তারা ৫৭ টি দেশ নিয়ে একটি স্বঘোষিত মুসলিম বিশ্ব বানিয়েছে। এর বিপরীতে ভারত কোন হিন্দু রাষ্ট্র নয়। সে কেবলই একা এবং একটি গণতান্ত্রিক সেকুলার রাষ্ট্র!

পৃথিবীতে, কোন হিন্দু রাষ্ট্র নাই। সুতরাং হিন্দু বিশ্ব বা হিন্দুদের কোন বড় সংগঠন লাইক ওআইসি হওয়া সম্ভবও না!

সংখ্যার বিচারে জাতিসংঘে বড় বড় দেশের কাছে বিশেষ করে আমেরিকার কাছে ৫৭ টি সংখ্যা অনেক কাজের জিনিস সুতরাং ভোটের ক্ষেত্রে দরকারি!

কিন্তু ভারতের কাছে এরকম ১০ টি দেশও নেই যারা ভারতের সুরে সুরে কথা বলবে ধর্মীয় ইস্যুতে!

ভারতের কয়েক মিলিয়ন লোক থাকে এরাবিয়ান এলাকা গুলোতে, যার কারনে ভারত তাদের কথাও মাথায় নিয়ে বিষয়টিকে চেপে গেছে। কারন ঐসব এলাকায় প্রশ্ন করা হয় তুমি কি মুসলিম না অমুসলিম। অমুসলিমের প্রতি তাদের দৃষ্টি এমনিতেই একটু কটু থাকে, এরপরে যদি দেখে ভারতীয় এই ঘটনার পরে তবে স্বাভাবিকভাবেই তাদের মনে একটা বিরূপ মনভাব কাজ করবে। এসব কিছুই ভারত সরকার মাথায় নিয়ে বিষয়টিতে চুপ থেকেছে।

এখানে কিন্তু পরিষ্কার যে ভারত যতই হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হোক না কেন, সংখ্যার বিচারে নিজের দেশের সংখ্যালঘু মুসলমানের থেকেও হিন্দুরা ইন্টারন্যাশনালি দুর্বল!!

উদাহরণ হিসেবে বলবো, গত কয়েক বছর ধরে হিন্দুদের সাথে বাংলাদেশে পাকিস্থানে আফগানিস্থানে যা হচ্ছে তা আরব বিশ্ব জেনেও কোন কথা বলেনি। এমনকি আমেরিকা জানা সত্ত্বেও কখনও কথা বলে না।
ভারত নিজেও স্ট্রংলি বলতে পারেনা যে এগুলো বন্ধ করো। পাশাপাশি আফগানিস্থানে যে কয়েক শ বছরের পুরানো বুদ্ধমূর্তী তালেবান ভেঙে দিল তা নিয়ে কোন কথা ঐসব দেশ বলেনি।
তাহলে বলতে হয় যে তারা জাতে মাতাল তালে ঠিক এবং সংখ্যার বিচারে এগিয়ে থাকে। ভারতের বুকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা হওয়া সত্ত্বেও তারা বারবার বলে যে ভারতে মুসলমান ভাল নেই।

পক্ষান্তরে ভারতের পার্শ্ববর্তী দেশগুলোতে হিন্দু মার খেয়ে মরছে, মন্দির গুড়িয়ে দিচ্ছে। প্রতিনিয়ত সংখ্যা কমছে কিন্তু ভারত তা নিয়ে কোন উদ্বেগ জানাতে পারে না বা আন্তর্জাতিক বিশ্ব গ্রহন করে না যে হিন্দু ফোবিয়া এক্সিস্ট করে!!

দেখুন,

♦শ্রীলংকা যেখানে হিন্দু দ্বিতীয় সংখ্যালঘু তারা কি কোন দিন ঐ দেশে সংখ্যা বাড়ীয়ে সংখ্যাগরিষ্ঠ হতে পারবে?

♦পাকিস্থান যেখানে হিন্দু ১৮% ছিল, সেখানে এখন ১.৫%! আপনারকি মনে হয় হিন্দু সেখানে কোন দিন ১০/১৫ বা ২০% হতে পারবে সংখ্যায়?

♦আফগানিস্থানে তো খুবই সামান্য অবশিষ্ট আছে যা খাতায় এখন হিসাব করা হয় না। তারা সেখানে কম ছিল তবে তা একসময় উল্লেখযোগ্য পরিমাণ থাকলেও আজ নেই কারন তারা সংখ্যায় জিততে পারেনি!

♦মায়ানমারে হিন্দু সংখ্যালঘু আছে তবে তা সম্ভবত রোহিঙ্গাদের থেকে কম শতাংশের হবে, আপনি আজ বুকে হাত রেখে বলুন বার্মায় যদি বৌদ্ধদের সংখ্যার বিচারে কেউ হারায় তবে সেই সংখ্যাগরিষ্ঠ জাতি কারা হতে পারবে হিন্দু না রোহিঙ্গা?

♦বাংলাদেশে হিন্দু যেখানো ২৭% ছিল সেখান থেকে কমে কমে এখন ৮.৫%, আপনার কি মনে হয় বাংলাদেশে হিন্দুরা কোন দিনও ৩০% বা ৪০% ফিরতে পারবে?

♦ থাইল্যান্ডের জনসংখ্যা আগে দেখুন, ৯৩.৫% বৌদ্ধধর্ম (রাষ্ট্রধর্ম)[৩]
৫.৪% ইসলাম
১.১৩% খ্রিস্টধর্ম
০.০২% হিন্দুধর্ম
০.০০৩% ধর্মহীন
আপনারকি মনে হয় এই দেশে কোনদিন ভবিষ্যতে হিন্দু মুসলমানের % কে ওভারকাম করতে পারবে সংখ্যা দিয়ে?

♦কম্বোডিয়ার জনসংখ্যা দেখুন,
৯৭.১% বৌদ্ধধর্ম (রাষ্ট্রধর্ম)
২.০% ইসলাম
০.৩% খ্রিস্টধর্ম
০.৫% অন্যান্য
আপনার কি মনে হয় এখানে হিন্দু কখনও ২% মুসলমানকে ওভারকাম করতে পারবে সংখ্যায়?

♦সিঙ্গাপুরের জনসংখ্যা দেখুন,
৩৩.২% বৌদ্ধ
১৮.৮% খ্রিস্টান
১৮.৫% ধর্মহীন
১৪.০% মুসলমান
১০.০% তাওবাদী এবং লোকধর্ম
৫.০% হিন্দু
০.৬% অন্যান্য

আপনারকি মনে হয় এখানে হিন্দু কোন দিন কেবল ১৪% মুসলমানকে ওভারকাম করতে পারবে সংখ্যা দিয়ে? সংখ্যাগরিষ্ঠ হওয়াতো দূরের কথা!

♦মালয়েশিয়ার জনসংখ্যা দেখুন,
৬১.৩% ইসলাম (রাষ্ট্রধর্ম)
১৯.৮% বৌদ্ধ ধর্ম
৯.২% খ্রিস্টধর্ম
৬.৩% হিন্দুধর্ম
১.৩% চীনা লোকধর্ম
১.৭% অজানা
০.৪% অন্যান্য
আপনারকি মনে হয় ঐ দেশে কোনদিন হিন্দু বৌদ্ধদের মত ২০% বা তারও বেশী হতে পারবে সংখ্যার বিচারে?

♦ইন্দোনেশীয়ার জনসংখ্যা দেখুন,
87.2% ইসলাম
9.9% খ্রিস্টান
—7.0% প্রোটেস্টেন্ট
—2.9% রোমান ক্যাথোলিক
1.7% হিন্দু
0.7% বৌদ্ধধর্ম
0.2% কনফুসিইয়িজম

আপনার কি মনে হয় যে দেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল সেখানে এখন ১.৭% আছে তারা আর সংখ্যা দিয়ে জাগতে পারবে বিশেষ করে ১০% খ্রীস্টানকে ওভারকাম করতে পারবে?

♦জাপান যেখানে এখন জনসংখ্যার জন্মহার নিয়ে সরকার নিজেই ভীষণ চিন্তিত, সে দেশেও হিন্দু মুসলমান রয়েছে তবে সংখ্যার বিচারে যদি কোন দিন জিতে তবে মুসলমানই জিতবে হিন্দু নয়।

♦মরিশাস যেখানে ৫৬% হিন্দু রয়েছে তবে একদিন সেখানে হিন্দু হেরে যাবে মুসলমানের কাছে সংখ্যার বিচারে।

♦ভূটান যেখানে
৭৪.৮% বজ্রযান বৌদ্ধধর্ম (রাষ্ট্রধর্ম)
২২.৬% হিন্দুধর্ম
১.৯% বন ও অন্যান্য দেশজ ধর্ম
০.৫% খ্রীষ্টধর্ম
০.৪% ইসলাম
০.২% অন্যান্য। এখানেও একদিন হিন্দু হেরে যাবে সংখ্যার বিচারে মুসলমানের কাছে, সংখ্যাগরিষ্ঠ হওয়া তো দুরের কথা!

এবার আসুন ভারতে, ভারতকে সনাতন ধর্মের একমাত্র দেশ ভাবা হয়, অতচ সেই দেশেই হিন্দু বেশ কয়েকটি রাজ্যে সংখ্যালঘু! তারা কি সেই সব রাজ্যে কোনদিন সংখ্যাগরিষ্ঠ হতে পারবে?

আমি বলতে পারি ভারতেও হিন্দু একদিন অস্তিত্বসংকটে পরবে মুসলমানের কাছে সংখ্যার বিচারে!!

জানিনা এত বড় লেখা কয়জনে পড়েছেন তবে বলি শোনেন, এই উদাহরণ গুলোর কারন হলো, বিশ্বে মুসলমান যে দেশে গিয়েছে সেই দেশে তারা একটা সময় সংখ্যাগরিষ্ঠ হয়ে ঐ দেশের অস্তিত্ব খেয়ে নিয়েছে পক্ষান্তরে হিন্দু তার নিজের দেশে সংখ্যার বিচারে অস্তিত্ব হারিয়েছে।

তাহলে দেখা যায় হিন্দু যে পথে হাটছে বিশেষ করে অতি শিক্ষিত হবার পরে অহংকারে সন্তান বা জনসংখ্যাকে অভিশাপ হিসেবে মেনে নিয়ে তাতে তারা টিকবে না এটা ১০০% সত্য।

এখন আপনারা বলেন কোন দিন হিন্দু এতগুলো দেশের কোন ৫/৬ টি দেশকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বানিয়ে দাপট দেখাতে পারবে আরব বিশ্বের মত? না তা পারবে না।

বাংলাদেশে দেখেন যেভাবে হিন্দু নিজেদের ভিতরে দলাদলি করছে তাতে অচিরেই হারাবে নিজেদের।

যাইহোক এখন আপনারা বিচার করুন কি করবেন, কিভাবে অস্তিত্ব ও ভারতবর্ষ তথা সনাতন ধর্ম বাঁচাবেন🙏

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted