আবদুল্লাহ’ নামটি কি করে ইসলামিক নাম হয় কেউ একটু বুঝিয়ে দিবেন?

লিখেছেন : সুষুপ্ত পাঠক Susupto Pathok

‘আবদুল্লাহ’ নামটি কি করে ইসলামিক নাম হয় কেউ একটু বুঝিয়ে দিবেন? ‘হরিদাস’ নামটিকে কি কেউ ইসলামি নাম বলবে? কেন বলবে না- কারণ এখানে পৌত্তলিকদের ঈশ্বরের দাস এমনটাই নামের অর্থ। ঠিক আবদুল্লাহ মানে ‘আল্লার দাস’। নবীর পিতা আবদুল্লাহ ও মা আমিনা তাদের কবর স্বয়ং নবী মুহাম্মদ জিয়ারত করলেও তাদের জন্য দোয়া করেননি কারণ তারা মুশরিক ছিলেন। 

ইসলামের বিধান হচ্ছে কাফের মুশরিকদের জন্য কোন কল্যাণ চাওয়া যাবে না। তাহলে ‘আবদুল্লাহ’ নবী মুহাম্মদের পিতা হলেও কিছুতে তিনি মুসলমানদের কাছে অনুসরণীয় হতে পারেন না। মুহাম্মদের চাচা আবু তালিব ইসলাম গ্রহণ না করায় তাকেও দোযগের আগুনে পুড়তে হবে বলে স্বয়ং মুহাম্মদই বলেছেন। 


সেই মুশরিক আবু তালিবের নামও কি করে মুসলমানরা ইসলামিক নাম হিসেবে রাখে? ৩৬০টি মূর্তিকে ঘিরে যে কাবাঘর, সেই কাবাঘরের প্রধান হিসেবে আবদুল মোতালিবের নামও কি করে মুসলমানরা নিজের সন্তানদের জন্য রাখে? যে মুসলমানরা নিজের ভাষায় নাম রাখলে সেটাকে অনৈসলামিক বলে সমালোচনা করে, বাংলায় সন্তানের নাম রাখলে সেটাকে ‘হিন্দু নাম’ বলে নাক কোচকায় তারাই নিজেদের সন্তানের নাম ‘আবদুল্লাহ’ রাখছে! এটা তো পৌত্তলিক আরবী নাম!

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted