-ভাই বিশ্বের দরবারে আমাদের পূর্বপুরুষদের কীর্তি পরিচয় বহন করে এমন ইতিহাস ঐতিহ্য সাহিত্য নিয়ে যেতে হবে এমন এক প্রতিযোগিতায়। সব জাতি ও অঞ্চলের মানুষ নিয়ে যাচ্ছে। আমার উপর দায়িত্ব পড়েছে নিয়ে যাওয়ার। কি নিয়ে যাবে? মহাভারত না রামায়ন?
-পাগল নাকি! ওগুলি তো আর্য মনুবাদী হিন্দুদের! আর্যদের যুদ্ধ বিগ্রহ কি আমাদের? ব্রাহ্মণবাদীদের সাহিত্য আমাদের হয় নাকি?
-তা ঠিক ভাই, তাইলে আমাদের নিজস্ব কি নিয়ে যাবো যা আমাদের পূর্বপুরুষদের কীর্তি বলে দেখানো যায়?
-প্রচীন মহাকাব্য ‘ইউসুফ জুলেখা’ নিয়ে যা...
-এটা তো পারস্যদের কাহিনী। ইরানের মহাকবি #ফেরদৌসী লিখিত ‘ইউসুফ জুলেখা’ অবলম্বণে মধ্যযুগে শাহ মুহাম্মদ ছগীর লিখেন ইউসুফ জুলেখা।
-এ্যাঁ... ও তাই? তাইলে...
-তাইলে ভাই বেহুলা লখিন্দর নিয়া যাই? ওটা তো আর্যদের কাহিনী না, একদম দ্রাবিড়দের মনসা বন্দনা...
-#হালারপো ঐটা তো ঐ হিন্দুদের দেবদেবীই হইল! আমরা মুসলমান আমাগো নবীর কিছু নাই!
-নবীর কাহিনী মানেই তো আরব মিশর সেই মরুভূমি খেজুর গাছ জোব্বা এইসব। আমাদের ‘বাংলা’ সেখানে কোথায়?
-মীর মুশাররফ হোসেনের বিষাদসিদ্ধু নিয়া যা!
-ঐটাও তো ভাই আরবদের কাহিনী। পটভূমি মরুভূমি উট খেজুর... সেখানে আমরা কই?
-তাইলে কি #হিন্দুগো দেব-দেবী গো নিয়া যাবি?
-তাইলে ভাই আমাগো মানে এই ‘বাঙালি মুসলমানদের’ নিজস্বতা কি আছে কন দেখি? আমাদের শুরুটা কন তো ভাই কবে থিকা? মানে এই যে আমাগো ‘নিজস্বতা’ বলে সব সময় যে দাবী করেন সেটা কোনখান থিকা ধরব? তুর্কি বীর বখতিয়ার খিলজি থেকে? কিন্তু সে তো বিদেশী তুর্কিদের প্রতিনিধি?
-কি কইতে চাস?
-ভাই রাগেন ক্যান? ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন। মিশরীয়দের পূর্ব পুরুষ হচ্ছে ফেরাউনরা আর তাদের পিড়ামিড। ওরা কি আরবদেশের কীর্তিরে নিজেদের মনে করে? ইরানীরা এখনো ফেরদৌসীকে তাদের মহাকবি বলে। ফেরদৌসী প্রাক ইসলাম যুগের কবি। খ্রিস্টান হবার পর কি গ্রীকরা হোমারকে ত্যাগ করেছে? তারা কি ইলিয়াড ও ওডিসিকে বলেছে এগুলি পৌত্তলিকদের কাহিনী আমাদের কাহিনী নয়। ওরা কি জেরুজালেম নিয়ে কাব্য রচনা করেছে? করেনি। তাহলে আমাদের বেহুলা লখিন্দরকে নিজেদের বলতে বাঁধা কোথায়? হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা তো কোন মুসলিম সভ্যতা নয়। সেখানকার ঐতিহ্যই আমাদের। নরসিংদীর উয়ারী ও বটেশ্বর দুটি গ্রামের মাটির নিচে যে সভ্যতার খোঁজ পাওয়া গেছে আড়াই হাজার বছর আগের পুরোনো। আমাদের শেকড়ের নিজস্বতা তো সেখানেই। এইসব নির্দশন খুড়লে আজো #মূর্তি বেরিয়ে আসে। এমনকি এই অঞ্চলের উপর লিখিত মহাভারত এই সিন্ধু সভ্যতার মানুষ হিসেবে আমরাও যে মহাভারতের উত্তরাধিকারী সেটা মেনে নিতে সমস্যা কোথায়?
-সমস্যা কোথায় হেইডা তুমি বুঝবা না মনা! এইগুলি মাইনা নিলে আমাগো ‘বাঙালী মুসলমানের নিজস্বতার’ গুয়া মারা সাড়া! তাইলে আর দ্বিজাতিতত্ত্ব বেচমু ক্যামনে? বুঝত কিছু?
#সুষুপ্ত #পাঠক #Harappa #Mohenjodaro #Homer #Iliad #Odyssey #Mahabharata
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................