গাজা কার??

এই যে ইহুদি জাত বিস্তর ঘোরাঘুরি করে, হাজার দুই বছর ধরে এ-জাত, ও জাতের কাছে মার খেয়ে খেয়ে গোলামী করেকরে প্রথম আপন রাজ্য গড়ে তোলার সুযোগ পেল খ্রিস্ট জন্মের হাজার কানেক বছর পূর্বে রাজা সুলেমানের আমলে তাও সেটা সম্ভব হয়েছিল ফিনিশিয় রাজা টায়ার অধিপতি রাজা হিরমের সাহায্যে। কিন্তু তা সুলেমানের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তাঁর সেই 'গ্লোরি' খান খান হয়ে যেতে লাগল। তারপর মার খেল ঝাড়া একটি হাজার বছর ধরে।

বাবিলনের রাজা তো একবার প্রায় গোটা গোষ্ঠীকে ধরে নিয়ে গোলাম বানিয়ে রেখে দিলেন আপন দেশে। দু পুরুষ সেখানে কাটিয়ে কোনওগতিকে প্রাণ নিয়ে তারা ফিরলো ফের প্যালেসটাইনে।

সুলেমানের হাজার বছর পর ফের তারা পেল আরেকটা চান্স। প্রভু যীশুর জন্মের কয়েক বছর পূর্বে, রাজা হেরডের আমলে। হাজার বছর পর আবার জেরূসলম তথা ইহুদি জাতের মুখে হাসি ফুটলো। ধনদৌলত তো বাড়লোই, তদুপরি সুসভ্য বাবিললে তারা যে-সব জ্ঞানবিজ্ঞানের সঙ্গে পরিচিত হয় তারই কাঠামোতে ফেলে আপন প্রাচীন শাস্ত্রাদির নূতন নূতন টিকাটিপ্পণী রচনা করল। হেরড আবার নূতন করে য়াহ্ভের মন্দির গড়লেন।

খ্রীস্টজন্মের ৭০ বছর পর রোমানরা জেরূসলম আক্রমণ করে শহর এবং দুর্গ সম্পুর্ন বিধ্বস্ত করে য়াহভের মন্দির পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু ইহুদি রাষ্ট্র লোপ পাওয়া সত্ত্বেও জেরূসলমে বসবাস করতে লাগল।

শেষটায় ১৩২ খ্রীস্টাব্দে রোমান সম্রাট হাদরিয়ানের আদেশে সমস্ত শহর পুড়িয়ে খাক করে দিয়ে তার উপর হাল চালানো হল। হুকুম জারি হল : ইহুদি মাত্রেরই হাদরিয়ান নির্মিত নবীন জেরূসলমে প্রবেশ নিষেধ। এর পরি ইহুদিরা ব্যাপকভাবে বিশ্বময় ছড়িয়ে পড়লো।

অতএব দেখা যাচ্ছে, প্রথম দফায় সুলেমান তাঁর গ্লরি গড়লেন ফিনিশিয় রাজা হিরমের সহায়তায়; তার এক হাজার বছর পর দ্বিতীয় দফায় রাজা হেরড ইহুদিকুলের গৌরব পূর্ণ করে তুললেন রোম শাসকের সাহায্যে। সেটাও বিনস্ট হল ৭০ বছরের ভিতর ও তারপর কেটে গেল আরও দু হাজার বত্সর।

এবারে তৃতীয় দফাতে, ১৯৬৭ - এর জুন মাসে ইহুদি প্রবেশ করল বিজয়ী বীরের বেশে প্রাচীন জেরূসলম নগরে। পুরোভাগে জঙ্গীলাট দায়ান। বিশ্ব ইহুদি উচ্চকন্ঠে জয়ধ্বনি করে উঠলো ইনিই "মাশীয়হ"।

এবারে তৃতীয় দফাতে এ "মাশীয়হ" এর পিছনে কে ? আনকল স্যাম জনসন !

কিন্তু এবারে যদি ইহুদিরা ফের বিতারিত হয় তাদের পুণ্যভূমি থেকে তবে আগের এক হাজার, তারপর দু'হাজার সেই হিসাবে ফোর্থ চান্স পাবে চার হাজার বছর পরে। ইতিহাস সেই শিক্ষাই দেয়।

~ সত্য পীরের কলম, সৈয়দ মুজতবা আলী

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted