প্রাচীন কালে আফগানিস্তান তিনটি প্রদেশে বিভক্ত ছিলো। বর্তমান হিরাট প্রদেশ যার মধ্য দিয়ে বয়ে চলেছে হরি নদী। এই হিরাট প্রদেশ ছিলো কেকয় রাজ্য। এখান থেকে এসেছিলেন কৈকেয়ী। কুন্তীর পাঁচ বোনের বিয়ে হয়েছিলো কেকয় রাজের ( বৃহৎক্ষেত্র) পাঁচ ছেলের সঙ্গে। রাজা বৃহৎক্ষেত্র মহাভারতের যুদ্ধে মারা যান। তার পাঁচ ছেলে এক অক্ষৌহিনী সৈন্য নিয়ে অর্জুনের রথের দুপাশ রক্ষা করেছিলো। প্রাচীন আফগানিস্তানের অন্য দুটি প্রদেশ গান্ধার এবং কম্বোজ( North East frontier province).
আফগানিস্তান বরাবর এক হিন্দু রাষ্ট্র ছিলো।
ইসলাম আরব থেকে এসে আফগানিস্তানের পশিম দিক দখল করে আর পুর্ব দিক দখল করে মধ্য এশিয়া থেকে আসা তুর্কীরা। এই তুর্কীরা= দুরানি, খলজীরা আরো পুর্ব দিকে এসে তান্ডব চালায় ভারতের মুল অঞ্চলে।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................