ঢাকায় মন্দিরের হোস্টেলে থাকার জন্য হিন্দুদের সর্বোচ্চ নিরাপদ স্থান...!!!

ঢাকায় মন্দিরের হোস্টেলে থাকার জন্য হিন্দুদের সর্বোচ্চ নিরাপদ স্থান...!!! আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। গতকাল সুপেন দাদা ও তাঁর মেয়ে (ভাগ্নী) কে নিয়ে ঢাকায় গিয়েছিলাম। ওর ফায়ার সার্ভিসে পরীক্ষা ছিল। আমরা ঢাকার নারিন্দায় গৌরী মাঠের হোস্টেলে উঠেছিলাম। আমরা চারজন দুটো রুম ভাড়া নিয়েছিলাম। দুই রুমে মোট চারটা সিঙ্গেল বেড, দুইটা রুমের এক রাতের জন্য ভাড়া (৬০০+৬০০) টাকা, রাত সাড়ে নটায় নিরামিষ অন্ন প্রসাদ, একজন প্রতি ৬০ টাকা। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো ওখানে গিয়ে একটা মানসিক প্রশান্তি অনুভব করলাম। প্রার্থনা ও প্রসাদ গ্রহণের পাশাপাশি নিশ্চিন্তে ঘুম। সকালে উঠে নির্দিষ্ট গন্তব্য চলে গেলাম.....

প্রিয় সনাতনী দাদা দিদিরা;
প্রতি‌দিন বি‌ভিন্ন জেলা থে‌কে সনাতন ধর্মাবলম্বীরা নি‌জে‌দের প্রয়োজ‌নে রাজধানী ঢাকায় অবস্থান কর‌তে হয়, একা কিংবা প‌রিবার নি‌য়ে ‌নিরাপদ ও সুন্দর প‌রি‌বেশ হিসা‌বে এবং অ‌তি স্বল্প খরচে থাকার জন‌্য আ‌মি ব‌্যক্তিগতভা‌বে নিম্ন তিন‌'টি আশ্রম/ম‌ন্দির'‌কে বেশী প্রাধান‌্য/গুরুত্ব দি‌চ্ছি;

 ✅ ১। "শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির"
বুয়েট ক্যাম্পাসের পাশে যোগাযোগ: 01845 92 94 89

✅ ২। "শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির" ৮৪/১ স্বামীবাগ রোড, ঢাকা-১১০০।
(শ‌ক্তি ঔষধালয় সংলগ্ন, সায়েদাবাদের কাছেই)
যোগাযোগ: 01311 93 39 99

দৈ‌নিক খরচ হবে-
জেনারেল সিট (ফ্লোর) ১৫০ টাকা।
জেনারেল সিট (খাট) ২০০ টাকা।
তিন সিটের রুম (পরিবার) ৬০০ টাকা।
চার সিটের রুম (পরিবার) ৮০০ টাকা।

✅ ৩। "শ্রী শ্রী মাধ্ব গৌড়ীয় মঠ"
নারিন্দা রোড, ঢাকা। (ওয়ারী, সায়েদাবাদ বা গুলিস্তানের কাছেই) যোগাযোগ: 01942 50 78 86

বিঃদ্রঃ অকারণে মন্দির কর্তৃপক্ষকে বিরক্ত না করে প্রয়োজনে কল করার অনু‌রোধ রইল। ফোন করে কন্টাক করে নির্দিষ্ট টাইম এর মধ্যে মন্দিরের অফিসে গিয়ে আপনার রুম বুকিং করবেন এবং খাবারের টোকেন টাকা দিয়ে সংগ্রহ করে নির্দিষ্ট টাইমে গিয়ে খাবার খেয়ে আসবেন। সবাইকে জানিয়ে দিতে পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে..…...

বিনীত নিবেদক-
শ্রীমান গৌতম হালদার প্রান্ত
কেন্দ্রীয় নির্বাহী সভাপতি,
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট,
তাং--০২--০৮--২০২৩ ইং।।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted